MuktoDhoni.com
মুফতি আহমাদ আলী
প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৩, ০৫:৪০ পিএম
পৃথিবী বেশি দিন আমায় মনে রাখবেনা।
মরার পড়ে হাতে গোনা
আপন ছাড়া কাঁদবেনা।।
যা ছিলো প্রয়জন
করেছি তাই অন্মেষণ
দেবার বেলা কিপটা ভীষণ
সত্য গোপন থাকবেনা।।
কে দিল জীবন ভড়
স্বপ্ন স্বাদ নিরন্তর।
ভবের পড়ে হয়না অমর
পাকা পোস্ত ঘর খানা।