পৃথিবী বেশি দিন আমায় মনে রাখবেনা।
মরার পড়ে হাতে গোনা
আপন ছাড়া কাঁদবেনা।।
যা ছিলো প্রয়জন
করেছি তাই অন্মেষণ
দেবার বেলা কিপটা ভীষণ
সত্য গোপন থাকবেনা।।
কে দিল জীবন ভড়
স্বপ্ন স্বাদ নিরন্তর।
ভবের পড়ে হয়না অমর
পাকা পোস্ত ঘর খানা।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন