ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মায়া : কবি মহসিন আলম মুহিন

কবি মহসিন আলম

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৭ পিএম

মায়া : কবি মহসিন আলম মুহিন

মনের মাঝে ঘোরে বুকটা ব্যথায় ভরে,
চোখে অশ্রু জল স্মৃতিগুলো টলমল,
বাঁচি কেমন করে সে যে অনেক দূরে,
যায় না দেখা কায়া এ কেমনতর "মায়া"।।
রাস্তায় চলি বেশ কাজের নাই শেষ,
কে যেন ডাকে মোরে পাইনা তারে,
মনে ধরে ঘুণ এলোমেলো বিচরণ,
নেই তার ছায়া তারই লাগি "মায়া"।।
ফুল বাগানে খু্ঁজি ভাবি পেলাম বুঝি
নাহ ফুল শুকিয়ে যায় তারি ভাবনায়,
তার দেখা ভার হৃদয় জ্বলে ছারখার,
কেমন ধোকা খাওয়া তারই লাগি "মায়া"।।
সবই চলে ভালো মনের মাঝে কালো, 
সে যে চাঁদের দেশের ঝলমলে তারা,
দূরেই থাকে বেশ, সে দেয় না কভু ধরা,
শুধু চেয়ে চেয়ে মরা-তারই লাগি "মায়া"।।
স্বপ্নের মাঝে পাই চোখ খুললেই নাই,
এ যেন রসের মেলা ভাঙা গড়ার খেলা,
সে দিতো যদি ধরা-পায়ে দিতাম তোড়া,
সে আশা দিয়ে মোরে, থাকে তেপান্তরে,
তাই মনে দারুণ খরা-তবু্ তারই লাগি-"মায়া" ।


HTML tutorial