ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
logo

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি, রাজপথে নামার হুঁশিয়ারি নূরের


নিজস্ব প্রতিবেদক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৮:০০ পিএম

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি, রাজপথে নামার হুঁশিয়ারি নূরের

ঢাকা: ২০১৩ সালের শাহবাগ গণজাগরণ মঞ্চের আন্দোলনের নেত্রী লাকি আক্তারের গ্রেফতারসহ পাঁচ দফা দাবিতে বুধবার রাতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে শাহবাগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মিছিলটি আবার শাহবাগে এসে শেষ হয় এবং জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, শাহবাগীরা আবারও ষড়যন্ত্র করছে এবং দেশে ধর্ষণবিরোধী দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। তারা বলেন, মিথ্যা ধর্ষণ মামলা করলেও আইনের আওতায় আনা উচিত এবং নিরস্ত্র পুলিশের উপর হামলার ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হওয়া দরকার।

বিক্ষোভে বক্তারা দাবি করেন, আওয়ামী লীগ দেশের জনগণকে নির্যাতনের মাধ্যমে জিম্মি করে রেখেছে এবং ৫ আগস্ট বিতাড়িত হওয়ার পরও দলটিকে কেন নিষিদ্ধ করা হয়নি, সে প্রশ্ন তোলেন তারা। দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাকসুর সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, সমাজব্যবস্থা ধর্ষণের অনুকূলে রয়েছে, যা মেনে নেওয়া যায় না। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অবস্থান কর্মসূচিতে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, যৌক্তিক দাবি আদায়ে সরকারকে চাপ দিতে হবে, তবে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ ইস্যুতে কোনো বিভেদ নেই এবং যারা দলটির পক্ষে অবস্থান নেবে, তারাও ফ্যাসিবাদের দোসর।

তিনি আরও বলেন, প্রয়োজনে জনগণকে নিয়ে রাজপথে নামতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই দেশে আওয়ামী লীগের নামে আর কেউ রাজনীতি করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

নুরুল হক নূর গণঅভ্যুত্থানের সকল সহযোদ্ধাদের আন্দোলনের নামে ফ্যাসিবাদী শক্তিগুলোর উত্থান ঠেকানোর আহ্বান জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করতে একাধিক ট্রাইব্যুনাল গঠনের দাবি করেন।