আবু সাঈদ আল-খুদরী (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সবচেয়ে কঠিনভাবে পরীক্ষিত হয় নবীগণ এবং তারপর ধার্মিকগণ। তাদের মধ্যে একজনকে দারিদ্র্যের সাথে পরীক্ষা করা হবে যতক্ষণ না সে নিজেকে একটি চাদর ছাড়া আর কিছুই না পায়। তাদের মধ্যে একজন পরীক্ষায় আনন্দ করবে যেমন তোমাদের মধ্যে একজন সমৃদ্ধিতে আনন্দ করে।“
সূত্র: সুনান ইবনে মাজাহ 4024
শ্রেণী: সহিহ (প্রমাণিক) আল-আলবানীর মতে
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أشد الناس بلاء الأنبياء ثم الصالحون إن كان أحدهم ليبتلى بالفقر حتى ما يجد أحدهم وإن كان أحدهم ليفرح بالبلاء كما يفرح أحدكم بالرخاء
4024 سنن ابن ماجه كتاب الفتن باب الصبر على البلاء
144 المحدث الألباني خلاصة حكم المحدث صحيح على شرط مسلم في السلسلة الصحيحة