‘আমর ইবনুল হামীক (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যখনই একজন ব্যক্তি অন্য ব্যক্তির জীবনের নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় এবং তারপর তাকে হত্যা করে, আমি তার থেকে নিজেকে প্রত্যাখ্যান করি যদিও শিকারটি অবিশ্বাসী হয়।“
সূত্র: সহীহ ইবনে হিব্বান 5982
শ্রেণী: সহিহ (প্রমাণিক) আল-আলবানীর মতে
عَنْ عَمْرِو بْنِ الْحَمِقِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَيُّمَا رَجُلٍ أَمِنَ رَجُلًا عَلَى دَمِهِ ثُمَّ قَتَلَهُ فَأَنَا مِنْ الْقَاتِلِ بَرِيءٌ وَإِنْ كَانَ الْمَقْتُولًا
5982 صحيح ابن حبان ذكر الزجر عن قتل المرء من امنه على دمه
6103 المحدث الألباني خلاصة حكم المحدث صحيح في صحيح الجامع