ঢাকা, বুধবার, এপ্রিল ৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
logo

প্রকাশিত; ০৯ এপ্রিল, ২০২৫, ০৭:১৭ এএম

বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই সহোদর সহ গণপিটুনিতে একজনের মৃত্যু।

বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই সহোদর সহ  গণপিটুনিতে একজনের মৃত্যু।

সাইফুল ইসলাম

নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই সহোদরসহ তিন ও গণপিটুনিতে ১জনের মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের জেঠাতো ভাই একই বাড়ির মো.কামাল হোসেনের ছেলে মো.জাহেদ (১৮)।
সোমবার সকালে কাদিরপুর ইউনিয়নের বড় পোল-পৌরনবিবি বাজার সড়কের ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গতরাতে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভুপতিপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত নাসির উদ্দিন মাসুদ (৩৭) উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের কোনার বাড়ির মৃত জালাল আহমদের ছেলে। ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান ওহিদজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।