প্রকাশিত; ২৫ এপ্রিল, ২০২৫, ০১:০৯ এএম
ট্রেন লাইনচ্যুত: সিটিজি কালুরঘাট সেতুতে যানবাহন চলাচল ব্যাহত
সোমবার সন্ধ্যা থেকে চট্টগ্রাম কালুরঘাট সেতুতে একটি মালবাহী ট্রেনের গার্ড ভ্যান লাইনচ্যুত হয়ে যান চলাচল ব্যাহত হয়।
বোয়ালখালী উপজেলার গোমদন্ডী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার অনুপম দে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামগামী একটি ট্রেনের পেছনের একটি গার্ড ভ্যান সেতুর ওপর লাইনচ্যুত হয়।
“দোহাজারী পিকিং পাওয়ার প্লান্টে ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রামে ফিরছিল। ট্রেনটি অবশ্য শেষেরটি ছাড়া অন্য সব বগি নিয়ে বন্দর শহরের দিকে রওনা দিতে পেরেছিল যেখানে একজন গার্ড হ্যান্ডব্রেক দিয়ে বসতেন,” তিনি বলেছিলেন।
সেতুর ওপর রেললাইন থেকে গার্ড ব্রেক ভ্যান সরানোর জন্য ক্রেন আনা হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার।
ব্রিজ অবরোধ করায় দুই প্রান্তে যানবাহন আটকে পড়ায় যাত্রীদের পায়ে হেঁটে সেতু পার হতে দেখা গেছে।
© মুক্তধ্বনি | সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আরিফুল ইসলাম | ঠিকানাঃ কাবারিয়াবাড়ি, সরিষাবাড়ি, জামালপুর | ফোন নাম্বারঃ +8801997016631