ঢাকা, বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
logo

প্রকাশিত; ১৬ এপ্রিল, ২০২৫, ০২:৩০ এএম

কুরআনের রাজ কায়েম হলেই শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত সম্ভব ; মাওলানা বোরহান উদ্দিন

কুরআনের রাজ কায়েম হলেই শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত সম্ভব ; মাওলানা বোরহান উদ্দিন

সাইফুল ইসলাম, জেলা সংবাদদাতা নোয়াখালী।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেছেন, "শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কুরআনের শাসন কায়েম করা অপরিহার্য। ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য যোগ্য নেতৃত্ব নির্বাচন করলেই শ্রমিকদের উন্নতি সম্ভব। শ্রমিকরা যদি তাদের প্রাপ্য পাওনা নিশ্চিত করতে চান, যদি ঘাম শুকানোর আগেই পরিশ্রমের ন্যায্য মজুরি পেতে চান, তাহলে সমাজকে কুরআনের আলোকে গড়ে তুলতে হবে।"

তিনি আজ বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নোয়াখালীর চৌমুহনী শহর শাখার পশ্চিম অঞ্চলের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন পশ্চিম অঞ্চলের পরিচালক শামসুদ্দিন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রেজানুল হক, চৌমুহনী পৌরসভা কর্মপরিষদ সদস্য মোফাখ্খার হোসাইন নাসিম এবং চৌমুহনী পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওলি উল্লাহ ইয়াসিন। এছাড়া অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামি মূল্যবোধ অনুসরণ করে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।