ঢাকা, বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
logo

প্রকাশিত; ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:৩৮ এএম

সেনাপ্রধান জেনারেল ওয়াকার শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার

সেনাপ্রধান জেনারেল ওয়াকার শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শহীদ পরিবার এবং আহত শিক্ষার্থীদের প্রতি সেনাবাহিনীর অবিচ্ছিন্ন সহায়তার আশ্বাস দিয়েছেন। গত রোববার সন্ধ্যায় রাজধানীর সেনা মালঞ্চে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

সেনাপ্রধান বলেন, ‘‘আমাদের এখানে অনেকেই গুরুতর আহত, অনেকেই চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে, আমরা সব সময়ই আপনাদের পাশে থাকব।’’

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন হাজার হাজার শিক্ষার্থী, যারা অভ্যুত্থানে আহত হয়েছেন।

সংক্ষিপ্ত বক্তব্যে সেনাপ্রধান শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘‘আমরা জানি যে, আপনাদের আন্দোলন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’’ তিনি আরও জানান, সেনাবাহিনী এ পর্যন্ত ৪,২০০ শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা প্রদান করেছে এবং তাদের মনোবল ধরে রাখার জন্য আরও সহায়তা অব্যাহত থাকবে।

ইফতার মাহফিল শেষে সেনাপ্রধান শিক্ষার্থীদের হাতে ঈদের উপহার তুলে দেন, যা তাদের জন্য উৎসাহব্যঞ্জক এবং সহানুভূতির বার্তা হিসেবে গ্রহণ করা হয়।