ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
logo

প্রকাশিত; ০৯ এপ্রিল, ২০২৫, ০৬:৫৮ পিএম

আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা, সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা, সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ফারহানা আফরোজ: চট্রগ্রাম প্রতিনিধি

২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, চট্টগ্রামের এক অভিজাত রেস্তোরাঁয় আন্তর্জাতিক বিশ্বতানের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, সংগঠক ও মানবাধিকারকর্মী নরেন সাহা। সঞ্চালনায় ছিলেন সংগঠনের উপদেষ্টা ও জাসাস পাঁচলাইশ থানার সভাপতি জি. এম. সাইদুর রহমান মিন্টু।

আহ্বায়ক সংগঠনের প্রধান উপদেষ্টা, প্রচার বিমুখ মানবতা ফেরিওয়ালা মো. আব্দুল নূর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি ও আন্তর্জাতিক বিশ্বতানের মহাসচিব শ্রী দীপক কুমার পালিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু এবং প্রধান বক্তা ছিলেন সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম।

মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ কামরুল ইসলাম। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন এ কিউ এম মোসলেহ উদ্দিন (প্রতিষ্ঠাতা, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন), আবৃত্তিকার দেবাশীষ রুদ্র, আবৃত্তিকার সেলিম ভূঁইয়া, অভিনেতা ইফরাদ আবেদ, আইনজীবী ও নাট্যকর্মী মোহাম্মদ ফোরকান রাসেল, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব লায়ন আসিফ গনী।

আশার আলো মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রুহুল আমিন সালমানের কাছ থেকে আন্তর্জাতিক বিশ্বতানের আইডি ও ভিজিটিং কার্ড গ্রহণ করেন সংগঠনের অ্যাম্বাসেডর ড. সাজ্জাত হোসেন, পার্বত্য উপদেষ্টা চাইথোয়াইমং মারমা, স্বনামধন্য চট্টলার টিভির সিনিয়র ক্যামেরা পার্সন মো. মইনুল হাসান অভি এবং সংগঠনের মডারেটর শ্রেয়া দাশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিশ্বতানের সভাপতির ঘনিষ্ঠ সহযোগী স্বপন তালুকদার, টিটন দাশ, প্রকৌশলী রুবেল দাশ, শিমুল দাশ (উপদেষ্টা), অপর্ণা রায় চৌধুরী (সাধারণ সম্পাদক), ফারহানা আফরোজ (সহ-সভাপতি), নিবু সেন (সাংগঠনিক সম্পাদক), সুপ্রিয়া দাশ (সহ-সাংগঠনিক সম্পাদক), রুনা বড়ুয়া, আলেয়া বড়ুয়া, দীপা গোমেজসহ সংগঠনের অন্যান্য নারী সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এই মাসে রাব্বে কারিমের অশেষ রহমত বর্ষিত হয়, খুলে দেওয়া হয় আকাশ ও জমিনের সব বরকতের দরজা। রোজাদার ব্যক্তির হৃদয়ে প্রশান্তি ও আত্মতৃপ্তি অনুভূত হয় এবং তারা আল্লাহর সন্তুষ্টির পথে চলার অনুপ্রেরণা লাভ করেন। রমজান ব্যক্তি ও সমাজজীবনকে সুশৃঙ্খল করতে শেখায় এবং আত্মশুদ্ধির পথ দেখায়।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক বিশ্বতান চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। সংগঠনটি সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সকল মত ও ধর্মের মানুষের ভালোবাসায় সংগঠনটি ভবিষ্যতেও সংস্কৃতি চর্চা ও বিকাশে অবদান রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে তাহসীনুল কুরআন মাদ্রাসার অর্ধশতাধিক এতিম ও কুরআনের হাফেজগণ অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হুজুর আব্দুর শুক্কুর।

সভাপতি নরেন সাহা এই সুন্দর আয়োজনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।