ঢাকা, সোমবার, জুলাই ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ধামইরহাটে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

গোলজার রহমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৫, ১০:৪৮ পিএম

ধামইরহাটে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
HTML tutorial

সম্প্রতি রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে পাথর নিক্ষেপ করে হত্যার প্রতিবাদ এবং সারাদেশে চাঁদাবাজি, ধর্ষণ, মাদক, খুন, হত্যা ও আইনশৃঙ্খলার চরম অবনতির বিরুদ্ধে ধামইরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ গেটের সামনে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ছাত্র জনতা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত।

সমাবেশে শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশগ্রহণ করেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— “চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফেরত দে”, “স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো” প্রভৃতি। প্রতিবাদ সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা গেট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ক্যান্টিনের সামনে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, “ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তা ভাষায় প্রকাশের অযোগ্য। দুষ্কৃতকারীদের এই বর্বরতায় একটি পরিবার চিরতরে নিঃস্ব হয়েছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

উপজেলা ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত বলেন, “আমাদের এ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। আমরা যে দলের বা মতেরই হই না কেন, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন: মেহেদী হাসান, আবু ছালেহ মুছা, আলমগীর হোসেন আরাফ, নুর আলম, আবু হাসান, আব্দুর রহমান, সোহেল রানা, জাহিদ হাসান, রবিউল ইসলাম, রিজু আহমেদ, আব্দুল্লাহ, কাউছার হোসেন, আবিদ, তরিকুল ইসলাম, মাহমুদুল হাসান প্রমুখ।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial