টাঙ্গাইলে জামায়াতের শান্তিপূর্ণ মিছিলে সন্ত্রাসী হামলার অভিযোগ
.png)
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি শান্তিপূর্ণ মিছিলে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোপালপুর উপজেলা শাখার আমির মো. হাবিবুর রহমান তালুকদার এবং সেক্রেটারি মাওলানা মো. ইদ্রিস হোসাইন এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে গত সোমবার (১৪ জুলাই) বিকেলে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন শাখা একটি শান্তিপূর্ণ র্যালি বের করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যালি শেষে কর্মীরা যখন নিজ নিজ বাড়ির পথে রওনা হচ্ছিলেন, ঠিক সেই সময় পূর্বপরিকল্পিতভাবে বিএনপির ছাত্রদল নেতা শিশিরের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল উল্টো দিক থেকে মিছিল নিয়ে এসে অতর্কিতে হামলা চালায়।
বাংলাদেশ রিলেটেড নিউজ
হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে জামায়াতের কর্মীদের মারধর করে, অশালীন ভাষায় গালিগালাজ করে এবং প্রচারনার জন্য ব্যবহৃত মাইক ভাঙচুর করে ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
নেতৃবৃন্দ দাবি করেন, জামায়াতের উপর এই সন্ত্রাসী হামলা গত ৫ আগস্ট আওয়ামী সন্ত্রাসীদের তাণ্ডবকেও হার মানিয়েছে।
তারা সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন