বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে যে, ইন্ডিয়া টুডে আবারো তাদের প্রকাশিত একটি প্রতিবেদনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পরিবেশন করেছে, যেখানে একটি রুটিন বৈঠককে ভিত্তি করে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। আজ (২৫ মার্চ ২০২৫) প্রকাশিত "বাংলাদেশ সেনাবাহিনী চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনা নিয়ে জরুরি বৈঠক করেছে" শিরোনামে প্রতিবেদনটি পরিষ্কারভাবে সাংবাদিকতা মারাত্মক অবনতির দৃষ্টান্ত এবং একসময় সম্মানিত সংবাদমাধ্যম হিসেবে পরিচিত ভারতীয় টুডিকে আজকাল মিথ্যাচারের পরিসংখ্যান হিসেবে দেখাচ্ছে।
এই প্রতিবেদনে উল্লেখিত তথ্যগুলোর কোন প্রামাণ্য উৎস বা যাচাইকৃত প্রমাণ নেই, যা স্পষ্টত: বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর একটি প্রচেষ্টা হিসেবে প্রতীয়মান হচ্ছে। "আভ্যন্তরীণ অভ্যুত্থান" সম্পর্কিত অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা এবং অযৌক্তিক। অত্যন্ত দুঃখজনক যে, ইন্ডিয়া টুডি এমন গায়ে-গা দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে যা সংবাদমাধ্যমের নৈতিক দায়িত্ব ও সাংবাদিকতার মৌলিক শর্তাবলীকে উপেক্ষা করছে।
এটি প্রথম নয় যে, ইন্ডিয়া টুডি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য পরিবেশন করেছে। এর আগেও ১১ মার্চ ২০২৫ তারিখে আমরা একটি প্রতিবাদ জানিয়ে একটি মিথ্যা গল্পের ভুয়া তথ্য প্রকাশের প্রতিবাদ করেছিলাম। এই ধরনের মিথ্যা গল্পের প্রচার অব্যাহত থাকার ঘটনা ইন্ডিয়া টুডের সম্পাদনাগত নীতি ও সাংবাদিকতার আদর্শের উপর এক গুরুতর প্রশ্ন তুলে।
বাংলাদেশ সেনাবাহিনী তার জাতীয় দায়িত্ব পালনে দৃঢ় সংকল্পবদ্ধ এবং দেশের গণতন্ত্র ও শান্তির মূলনীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। আমরা সব সংবাদমাধ্যম, বিশেষ করে ইন্ডিয়া টুডেকে আহ্বান জানাচ্ছি যাতে তারা দায়িত্বশীল সাংবাদিকতা অনুসরণ করে এবং ভিত্তিহীন ও ক্ষতিকর দাবি প্রকাশ করা থেকে বিরত থাকে, যা কেবল দুইটি মহৎ দেশের মানুষের মধ্যে বিভাজন ও সন্দেহ সৃষ্টি করতে পারে।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন