ঢাকা, শনিবার, জুলাই ১২, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধ ও নিরাপত্তা শঙ্কায় ৭৩ শতাংশ ইসরায়েলি নাগরিক দেশ ছাড়ার চিন্তায়

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫, ০২:৫১ এএম

যুদ্ধ ও নিরাপত্তা শঙ্কায় ৭৩ শতাংশ ইসরায়েলি নাগরিক দেশ ছাড়ার চিন্তায়
HTML tutorial

গাজায় যুদ্ধের দ্বিতীয় বছরে প্রবেশ এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলে নিরাপত্তা উদ্বেগ মারাত্মকভাবে বেড়ে গেছে। এই পরিস্থিতিতে দেশটির কর্মজীবী মানুষদের মধ্যে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। ইসরায়েলের শীর্ষস্থানীয় চাকরির প্ল্যাটফর্ম অলজবস (AllJobs) পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় ৭৩ শতাংশ ইসরায়েলি কর্মী বর্তমানে বিদেশে স্থানান্তরের কথা ভাবছেন, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি। এটি গত পাঁচ বছরে প্রথমবারের মতো যেখানে ৭০ শতাংশের বেশি কর্মী দেশ ছাড়তে চান, যদিও তা সাময়িক সময়ের জন্য হলেও। এই স্থানান্তরের পেছনে মূলত উন্নত জীবনের মান (৫৯%), আন্তর্জাতিক অভিজ্ঞতা (৪৮%) এবং ক্যারিয়ার উন্নয়নের (৩৮%) মত প্রচলিত কারণগুলো রয়েছে। তবে নতুন করে উঠে এসেছে ব্যক্তিগত নিরাপত্তার শঙ্কা (৩০%), রাজনৈতিক অস্থিতিশীলতা (২৪%) এবং রাষ্ট্র নিয়ে হতাশা (২৪%)। অলজবস-এর ভাইস প্রেসিডেন্ট লিয়াত বেন-তোরাহ শোশান জানান, এখন স্থানান্তর আর শুধু কৌশলগত ক্যারিয়ার সিদ্ধান্ত নয়; এটি আবেগ, নিরাপত্তা এবং অর্থনৈতিক চিন্তা-ভাবনার ফলাফল হয়ে উঠেছে। গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র এখনো সবার উপরে, যেখানে নিউ ইয়র্ক সিটি (১৭%), লস অ্যাঞ্জেলেস (১১%) এবং মিয়ামি (৮%) সবচেয়ে জনপ্রিয় শহর। ইউরোপে আগ্রহ কমে ২৬ শতাংশে দাঁড়িয়েছে, যার কারণ হিসেবে দেখা যাচ্ছে বাড়তে থাকা অ্যান্টিসেমিটিজম এবং সামাজিক পরিবর্তন। এর বাইরে গ্রিস ও সাইপ্রাস (১১%), ফার ইস্ট (৮%), অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড (৬%) এবং আফ্রিকা (১%) এর প্রতি কিছুটা আগ্রহ দেখা গেছে। তবে অনেকেই জানিয়েছেন যে এই প্রক্রিয়াটি সহজ নয়—৫৬ শতাংশ মনে করেন স্থানান্তরের প্রক্রিয়া জটিল এবং ২৭ শতাংশ এমনকেও বলেছেন যে, যারা ইতিমধ্যে স্থানান্তর করেছেন, তাদের প্রতি তারা ঈর্ষান্বিত। এই জরিপে ২২ বছর বা তার বেশি বয়সী মোট ৬১১ জন কর্মজীবী ইসরায়েলি অংশগ্রহণ করেন।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বিশ্ব/আন্তর্জাতিক রিলেটেড নিউজ

HTML tutorial