ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটের পর কালিহাতী উপজেলা বিএনপি অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এই কর্মসূচিতে কালিহাতী পৌর ছাত্রদল ও কালিহাতী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। মিছিলের অগ্রভাগে থাকা নেতাকর্মীরা ইসরায়েল ও তার মিত্র আমেরিকার বিরুদ্ধে তীব্র স্লোগান দেন এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, “গাজায় ইসরায়েলের চালানো নৃশংসতা ও গণহত্যা এক ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ, যা আজকের সভ্য বিশ্বকে লজ্জিত করে।”
তারা জাতিসংঘের নির্লিপ্ত ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ও নিষ্ক্রিয়তা বিশ্ব মানবতার জন্য এক গভীর উদ্বেগের বিষয়।”
বক্তারা অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন