ঢাকা, শনিবার, জুলাই ১৯, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালপুরে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫” পালিত — শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়ালো বিএনপি

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৫, ০৪:০৩ পিএম

গোপালপুরে “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫” পালিত — শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা ছড়ালো বিএনপি
HTML tutorial

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের হেমনগর শশিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আজ “বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫” উদযাপন করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুল সালাম পিন্টু। তিনি শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, উথান পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি গোলাম রোজ তালুকদার এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান।

এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি হাতেম আলী খান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম শিশির তালুকদারসহ হেমনগর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ছাত্র-ছাত্রীদের মাঝে গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরতে বিএনপি নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করে যাচ্ছে। তারা আরও জানান, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি সামাজিক দায়িত্ব পালনের অংশ।

কর্মসূচি শেষে বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়। শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়, যা আগামী প্রজন্মকে পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

রাজনীতি রিলেটেড নিউজ

HTML tutorial