ঢাকা, সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় তিন সাংবাদিকসহ ৯ ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৫, ১২:০৩ এএম

গাজায় ইসরায়েলি হামলায় তিন সাংবাদিকসহ ৯ ফিলিস্তিনি নিহত
HTML tutorial

কায়রো, ১৫ মার্চ (রয়টার্স): গাজার উত্তরের বেইত লাহিয়ায় শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন। এছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, একটি গাড়িতে হামলা চালানো হলে ভিতরে ও বাইরে থাকা লোকজন গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মী সাংবাদিকরা জানিয়েছেন, ওই গাড়িতে থাকা ব্যক্তিরা বেইত লাহিয়ায় আল-খায়ের ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থার হয়ে কাজ করছিলেন। তাঁদের সঙ্গে সাংবাদিক ও আলোকচিত্রীও ছিলেন। ফিলিস্তিনি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত তিনজন স্থানীয় সাংবাদিক রয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা বেইত লাহিয়ায় সেনাদের জন্য হুমকি তৈরি করা একটি ড্রোন পরিচালনাকারী "সন্ত্রাসীদের" ওপর হামলা চালিয়েছে। পরে সেনাবাহিনী আরও কয়েকজন সন্দেহভাজনের ওপর হামলা চালায়, যারা ড্রোন সরঞ্জাম সংগ্রহ করে একটি গাড়িতে উঠেছিল।

তবে, সেনাবাহিনী কীভাবে নিশ্চিত হয়েছে যে তারা "সন্ত্রাসী" ছিল, বা ওই ড্রোন কী ধরনের হুমকি সৃষ্টি করেছিল, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

গাজা সরকারের গণমাধ্যম অফিসের প্রধান সালামা মারুফ ইসরায়েলি সেনাবাহিনীর দাবিকে অস্বীকার করেছেন।
তিনি বলেন, "তারা বেসামরিক নাগরিক এবং আশ্রয়শিবিরের কাছে একটি দাতব্য সংস্থার কাজ করছিল। তারা কোনো নিষিদ্ধ এলাকায় ছিল না এবং ইসরায়েলি বাহিনীর জন্য কোনো ধরনের হুমকির সৃষ্টি করেনি।"

হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং ১৯ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

এই হামলা ১৯ জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তির ভঙ্গুরতাকে স্পষ্ট করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছেন।

হামাস দাবি করেছে, তারা আমেরিকান-ইসরায়েলি দ্বৈত নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিতে রাজি, যদি ইসরায়েল যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য দ্বিতীয় দফার আলোচনা শুরু করে। তবে ইসরায়েল এই প্রস্তাবকে "মানসিক যুদ্ধ" বলে প্রত্যাখ্যান করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালিয়ে ১,২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে বন্দি করে, যা ইসরায়েলের তথ্য অনুযায়ী। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজার ওপর ভয়াবহ হামলা চালায়, যাতে ৪৮,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানাচ্ছেন। এই হামলায় গাজার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে, যা ইসরায়েল অস্বীকার করে আসছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial