ঢাকা, রবিবার, জুলাই ১৩, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৫৮.২২ শতাংশ

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০ জুলাই, ২০২৫, ০৪:৩৫ পিএম

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৫৮.২২ শতাংশ
HTML tutorial

ময়মনসিংহসহ সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল-২০২৫ প্রকাশিত হয়েছে। আজ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৫৮.২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী।

এ বছর ময়মনসিংহ বোর্ডে পরীক্ষায় অংশ নেয় মোট ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৩ হাজার ৭৭২ জন (৫০.৯৪%) এবং ছাত্রী ৫১ হাজার ৭৮৬ জন (৪৯.০৬%)। পাস করেছে মোট ৬১ হাজার ৪৫৬ জন, যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। পাসের হার অনুযায়ী ছাত্রদের মধ্যে ৫৫.০৭ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে ৬১.৪৯ শতাংশ উত্তীর্ণ হয়েছে।

জিপিএ-৫ প্রাপ্ত ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ১২৬ জন (৪৬.৮১%) এবং ছাত্রী ৩ হাজার ৫৫২ জন (৫৩.১৯%)।

এ বছর ময়মনসিংহ বোর্ডের অধীনে মোট ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ৩২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে ফরম পূরণ করেছিল ১ লাখ ৭ হাজার ১৬১ জন শিক্ষার্থী।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

ময়মনসিংহ রিলেটেড নিউজ

HTML tutorial