জাতীয়

বাংলাদেশে ইস্রায়েলি শিপিং নেটওয়ার্কের গোপন কার্যক্রম ফাঁস

reporter-icon
মুক্তধ্বনি নিউজ ডেক্স: রিপোর্টার
অক্টোবর ৩০, ২০২৫ | 0

আমার দেশ প্রকাশ করেছে: বাংলাদেশের শিপিং খাতে ইসরায়েলের অঘোষিত বাণিজ্যিক উপস্থিতি প্রকাশিত হয়েছে। ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেডকে বাংলাদেশের প্রতিনিধি প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছে ইসরায়েলের শীর্ষ শিপিং সংস্থা জেড আইএম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড। নথি অনুযায়ী, বাংলাদেশের জেড আইএম-এর সমস্ত আমদানি–রপ্তানি কার্যক্রম ট্রাইডেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

ট্রাইডেন্ট শিপিংয়ের নেতৃত্বে আছেন বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ এবং এফবিসিসিআই সদস্য ফারুবার আনোয়ার। প্রতিষ্ঠানটির কর্মকর্তা হিসেবে রয়েছেন:

  • সিএফও: আবু জাফর

  • পোর্ট ক্যাপ্টেন: আলী ইউসুফ

  • কাস্টমার সার্ভিস ম্যানেজার: আসাদ খান

  • জিএম সেলস: গৌতম চন্দ্র দাস

  • সিনিয়র জেনারেল ম্যানেজার: দেলোয়ার হোসেন (৩০ সেপ্টেম্বর অবসরগ্রহণ)

  • আইটি ম্যানেজার: উজ্জ্বল কুমার

  • এইচআর ম্যানেজার: ওয়ারদা সাইয়েদা

সূত্র জানায়, ২০২৪ সালের ইংরেজি নববর্ষে ট্রাইডেন্টের ঢাকা অফিসে জেড আইএম-এর নামের কেক কাটা হয়, যেখানে ইসরায়েলি পতাকার রং ও প্রতীক ব্যবহার করা হয়। এছাড়া, জেড আইএম-এর ওয়েবসাইটেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ট্রাইডেন্টের নাম এবং কর্মকর্তাদের ছবি প্রকাশ করা হয়েছে।

তদন্তে দেখা যায়, ২০২৪ সালের ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত “March for Gaza” কর্মসূচির খবর ট্রাইডেন্ট অফিস থেকে সরাসরি জেড আইএম-এর হাইফা সদর দপ্তরে পাঠানো হয়। ওই ইমেইলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক সংবাদ মনিটরিং সম্পর্কেও তথ্য দেওয়া হয়।

ইমেইলের মাধ্যমে জেড আইএম-এর আঞ্চলিক প্রতিনিধি দোতান সার–কে তথ্য পাঠানো হয়। এছাড়াও, ইউনাইটেড আরব আমিরাত প্রবাসী ক্যাপ্টেন বিবেক শর্মা (সারাফ শিপিং এজেন্সির জেনারেল ম্যানেজার) আলোচনায় যুক্ত ছিলেন। মেইলের কার্বন কপিতে ছিলেন আরিফ সিদ্দিকী, সাইফুল এবং আবু জাফর।

সূত্র মতে, ট্রাইডেন্টের শীর্ষ কর্মকর্তারা নিয়মিতভাবে দোতান সার-এর সঙ্গে যোগাযোগ রাখেন। এই যোগাযোগ কেবল ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তথ্য আদানপ্রদান, বিশেষ পণ্যবাহী রুট নির্ধারণ এবং কনটেইনার স্ক্যানিং সংক্রান্ত নির্দেশনাও অন্তর্ভুক্ত।

জেড আইএম ১৯৪৫ সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হাইফায়, যা সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বহুবার উল্লেখ করেছেন, জেড আইএম শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, রাষ্ট্রীয় গোয়েন্দা ও কূটনৈতিক সংযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শিপিং ডেটা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল। কোন পণ্য কোন দেশে যাচ্ছে, কে রপ্তানি করছে এবং কে আমদানি করছে—এই তথ্য কূটনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের শিপিং খাতে এই অঘোষিত নেটওয়ার্কের উপস্থিতি নতুন বিতর্কের সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক নজরও আকর্ষণ করছে।

সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

বাংলাদেশের বৃহত্তম এনজিও সংস্থা"আশা"উদ্যোগে গোপালপুরে সোনামুই গ্রামে হয়ে গেল মেডিকেল ফ্রি ক্যাম্পিং

বাংলাদেশের বৃহৎ এনজিও সংস্থা "আশা"এর উদ্যোগে হয়ে গেল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন যেখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় এলাকার বিভিন্ন পেশাজীবী এবং কর্মজীবী মানুষের মধ্যে। ২৪ অক্টোবর ২০২৫ তারিখে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে সকাল থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয় আশায় এনজিও হেমনগর শাখার উদ্যোগে এটি বাস্তবায়িত করা হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল অফিসারসহ অন্যান্য সেবিকারা। আশা এনজিও কর্তৃক ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা পালন করেছেন "আশা" হেমনগর ব্রাঞ্চের পক্ষথেকে আশা এনজিওর এই ক্যাম্পেইনে গ্রামের সকল পেশাজীবীর মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করেন এবং তারই মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা সঠিক ভাবে নিরূপণ করতে সহযোগিতা করেন। আশা এনজিওর মাধ্যমে ক্যাম্পেইন করে মানুষের জন্য সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়াবে যেটি গ্রামের মানুষের মধ্যে সচেতনতা এবং স্বাস্থ্য সঠিকভাবে পর্যালোচনা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত প্রাণবন্ত ভাবে উৎফুল্ল প্রকাশ করেছে। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষ। এবং তাদের ক্যাম্পেইন ডাক্তার সঠিকভাবে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। আশা এনজিও আগামী দিনগুলোর জন্য এইরকম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ধাপ হিসাবে গণ্য হবে।

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকালে সদর উপজেলার স্থানীয় বেতগঞ্জ বাজাএই সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট দীপংঙ্কর বনিক সুজিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনাজ্জির হোসেন। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, এডভোকেট আব্দুল আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন অপু, ইমরান হোসেন শ্যামল, বিপ্লব খান, মো:শামিম আহমদ, সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আতাউর চৌধুরী শাহীন প্রমুখ।  এ ছাড়া ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম, লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতহাব চৌধুরী হাসান, শাখাওয়াত হোসেন পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক  ইমন আহমেদ, ফয়সাল আহমেদ, মিছবাহ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল কাইয়ুম সৌরভ,  বিএনপি নেতা নুরুল ইসলাম, ময়না মিয়া,স্বেচ্ছাসেবক দল নেতা রুজেল আহমেদ, আবুল হাসনাত, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান প্রমুখ। এ সময় সদর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন,বিএনপি ও সহযোগি সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপিিতড় হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না বলেও তারা দাবি জানান। দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মুল্যায়ন করা হবে। তারা বলেন,সুনামগঞ্জে জাতীয়তাবাদি শক্তির প্রাণপূরুষ এবং বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুম,হুলিয়া মাথায় নিয়ে এই সংগঠনের নেতৃবৃন্দরা কেবল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তূমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং আগামী নির্বাচনে এই আসনে জনপ্রিয় ধানের শীষের প্রার্থী একমাত্র নুরুল ইসলাম নুরুলকে বিএনপির প্রার্থী করতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবী জানান।

টাঙ্গাইল শহরের গৌরঘোষ দধি ভাণ্ডারে ভ্রাম্যমান আদালতের জরিমানা

(২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি তার বিশেষ মনিটরিং টিম নিয়ে দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই দোকানে সংরক্ষণ করা এবং মিষ্টান্ন তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন। অভিযানে পৌর স্যানেটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রসঙ্গে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ জানান, সাধারণত তিনি খুচরা ভাবে দধি বিক্রি করে থাকেন। ফলে তৈরিকৃত দধিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয় না। তবে এখন থেকে দেওয়া হবে। তিনি আরও জানান, উদ্ধারকৃত পচে যাওয়া দধিগুলো ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল। এছাড়া যে মিষ্টি তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল হাওয়া গেছে, সেটি বর্তমানে মিষ্টি তৈরীর কাজে ব্যাবহার করা হচ্ছে না। আমরা সবসময় চেষ্টাকরি গ্রাহককে সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহ করার।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা কোনোও সুযোগ নেই-সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম উপদেষ্টা

সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ ফ  ম খালিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোন সুযোগ নেই। অবাধ,সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকল বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে।  আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর মন্দির কমপ্লেক্স ভবণ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন,  ইতিমধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে।  সেই সাথে ইতিমধ্যে পুলিশের ট্রেনিং,  সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে।  আমাদের প্রত্যাশা নির্ধারিত তারিখে এই সরকার সুষ্ঠু,  নিরপেক্ষ ও উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন সম্পূর্ণ করতে পারবে সেই প্রস্তুুতি সরকারের আছে। এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পুরোনো ঠিকানায় চলে যাবো। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন,  তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ,শ্রী শ্রী অদ্বৈত ধাম পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অদ্বৈত রায় ও সুরঞ্জিত চৌধুরী টপ্পা প্রমুখ।

জাতীয়

আরও পড়ুন
বাংলাদেশে ইস্রায়েলি শিপিং নেটওয়ার্কের গোপন কার্যক্রম ফাঁস

আমার দেশ প্রকাশ করেছে: বাংলাদেশের শিপিং খাতে ইসরায়েলের অঘোষিত বাণিজ্যিক উপস্থিতি প্রকাশিত হয়েছে। ট্রাইডেন্ট শিপিং লাইন লিমিটেডকে বাংলাদেশের প্রতিনিধি প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করছে ইসরায়েলের শীর্ষ শিপিং সংস্থা জেড আইএম ইন্টিগ্রেটেড শিপিং সার্ভিসেস লিমিটেড। নথি অনুযায়ী, বাংলাদেশের জেড আইএম-এর সমস্ত আমদানি–রপ্তানি কার্যক্রম ট্রাইডেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ট্রাইডেন্ট শিপিংয়ের নেতৃত্বে আছেন বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ এবং এফবিসিসিআই সদস্য ফারুবার আনোয়ার। প্রতিষ্ঠানটির কর্মকর্তা হিসেবে রয়েছেন: সিএফও: আবু জাফর পোর্ট ক্যাপ্টেন: আলী ইউসুফ কাস্টমার সার্ভিস ম্যানেজার: আসাদ খান জিএম সেলস: গৌতম চন্দ্র দাস সিনিয়র জেনারেল ম্যানেজার: দেলোয়ার হোসেন (৩০ সেপ্টেম্বর অবসরগ্রহণ) আইটি ম্যানেজার: উজ্জ্বল কুমার এইচআর ম্যানেজার: ওয়ারদা সাইয়েদা সূত্র জানায়, ২০২৪ সালের ইংরেজি নববর্ষে ট্রাইডেন্টের ঢাকা অফিসে জেড আইএম-এর নামের কেক কাটা হয়, যেখানে ইসরায়েলি পতাকার রং ও প্রতীক ব্যবহার করা হয়। এছাড়া, জেড আইএম-এর ওয়েবসাইটেও বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ট্রাইডেন্টের নাম এবং কর্মকর্তাদের ছবি প্রকাশ করা হয়েছে। তদন্তে দেখা যায়, ২০২৪ সালের ১২ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত “March for Gaza” কর্মসূচির খবর ট্রাইডেন্ট অফিস থেকে সরাসরি জেড আইএম-এর হাইফা সদর দপ্তরে পাঠানো হয়। ওই ইমেইলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক সংবাদ মনিটরিং সম্পর্কেও তথ্য দেওয়া হয়। ইমেইলের মাধ্যমে জেড আইএম-এর আঞ্চলিক প্রতিনিধি দোতান সার–কে তথ্য পাঠানো হয়। এছাড়াও, ইউনাইটেড আরব আমিরাত প্রবাসী ক্যাপ্টেন বিবেক শর্মা (সারাফ শিপিং এজেন্সির জেনারেল ম্যানেজার) আলোচনায় যুক্ত ছিলেন। মেইলের কার্বন কপিতে ছিলেন আরিফ সিদ্দিকী, সাইফুল এবং আবু জাফর। সূত্র মতে, ট্রাইডেন্টের শীর্ষ কর্মকর্তারা নিয়মিতভাবে দোতান সার-এর সঙ্গে যোগাযোগ রাখেন। এই যোগাযোগ কেবল ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তথ্য আদানপ্রদান, বিশেষ পণ্যবাহী রুট নির্ধারণ এবং কনটেইনার স্ক্যানিং সংক্রান্ত নির্দেশনাও অন্তর্ভুক্ত। জেড আইএম ১৯৪৫ সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হাইফায়, যা সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বহুবার উল্লেখ করেছেন, জেড আইএম শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, রাষ্ট্রীয় গোয়েন্দা ও কূটনৈতিক সংযোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শিপিং ডেটা আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত সংবেদনশীল। কোন পণ্য কোন দেশে যাচ্ছে, কে রপ্তানি করছে এবং কে আমদানি করছে—এই তথ্য কূটনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শিপিং খাতে এই অঘোষিত নেটওয়ার্কের উপস্থিতি নতুন বিতর্কের সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক নজরও আকর্ষণ করছে।

অক্টোবর ৩০, ২০২৫ 0
ভয় আর আতঙ্কের দেশে আমাদের বেঁচে থাকা।

অনিশ্চয়তা আর আতঙ্কের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে মানুষের দৈনন্দিন জীবন।

বাংলাদেশের বৃহত্তম এনজিও সংস্থা"আশা"উদ্যোগে গোপালপুরে সোনামুই গ্রামে হয়ে গেল মেডিকেল ফ্রি ক্যাম্পিং

মসজিদের ইমাম দম্পত্তিকেরাতভর নির্যাতন ও শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার ১

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের ইন্তেকাল

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০ অক্টোবর ২০২৫ ইং তারিখে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

অক্টোবর ২০, ২০২৫ 0

অবশেষে ৩৩ বছর পর গণমাধ্যম কর্মীদের জন্য উম্মুক্ত হলো রংপুর প্রেসক্লাব

ওয়াই পি এজির সভায় সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার ভাঙ্গার নিন্দা প্রকাশ

সারাদেশের মত বেগমগঞ্জে শুরু হলো টাইফয়েড টিকা কর্মসূচি ; উদ্বোধন করেন টিএসও হাসান খায়ের

রাজধানীর কামরাঙ্গীচর বেড়িবাঁধে হাজী মোঃ মনির হোসেনের নেতৃত্বে ১০০ তালবীজ রোপণ

সচেতন নাগরিক সমাজ সংগঠনের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীচর বেড়িবাঁধ এলাকায় ১০০ তালবীজ রোপণ করা হয়।  বজ্রপাত ঠেকাতে রাজধানীতে প্রাকৃতিক উপায় হিসেবে  তালবীজ রোপণের উদ্যোগ নেয় নাগরি সচেতন সমাজ সংগঠন।  রাজধানী ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদী। নদীর বাঁধ দিয়ে সবুজ গাছ পালা থাকলেও বজ্রপাত ঠেকানোর মত কোন  উপায় সেখানে নেই। তারই ধারাবাহিকতায়  কামরাঙ্গীচরের নিজামবাগ থেকে মুসলিমবাগ পর্যন্ত এবং কয়লাঘাট থেকে ছাতা মসজিদ হয়ে গুদারাঘাট পর্যন্ত তালবীজ রোপণ করা হয়। এ বিষয়ে সচেতন নাগরিক সমাজ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আদেল  বলেন, বাঁচতে হলে গাছ  প্রয়োজন। গাছের বিকল্ কিছু নেই। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা গাছ থেকে অক্সিজেন গ্রহন করি। যা আমাদের শরীরের উৎস। নদী ও পরিবেশ রক্ষায় সচেতন নাগরিক সমাজ সংগঠন সব সময় মানুষের পাশে থাকবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালবীজ রোপণ করেন হাজী মোঃ মনির হোসেন।  হাজী মোঃ মনির হোসেন ত্রেয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা ৭ আসনের  বিএনপির মনোনিত এমপি পদপ্রার্থী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাছ আমাদের বন্ধু। গাছের মাধ্যমে আমরা অক্সিজেন গ্রহন করি এবং আমাদের মাধ্যমে গাছ কার্বোনডাইঅক্সাইড গ্রহন করে। তিনি আরও বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বজ্রপাত রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সে সব চিন্তা মাথায় রেখেই আকের এই আয়োজন করা হয়েছে।  তালবীজ রোপণ কর্ম সূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  এস,এম জাহাঙ্গীর আদেল প্রতিষ্ঠাতা সভাপতি সচেতন নাগরিক সমাজ, আজিজুল ফকির  সাধারণ সম্পাদক, ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক,মোঃ হযরত আলী কোষাধাক্ষ, জাহিদ জাহান ভূঁইয়া সহ-সভাপতি, এমদাদ হোসেন দপ্তর সম্পাদক, হারুন অর  রশিদ, শেখ রুবায়েত  শাফিন, মোঃ ইউসুফ, আব্দুল হাই ভূঁইয়া, মাহমুদুল্লাহ রানা, শাফী আক্তার, মোঃ মনির হোসন, মোঃ শাহ আলম, মোঃ সোহেল রানা, ও মোঃ ইমরান হোসেনসহ অনেক পরিবেশ কর্মী ও সবুজ যোদ্ধা।  

অক্টোবর ১২, ২০২৫ 0
প্রফেসর সাইফুল আলম চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চায় কুলাউড়ার সর্বস্তরের মানুষ

প্রফেসর সাইফুল আলম চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চায় কুলাউড়ার সর্স্তরের জনগন।

ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বেগমগঞ্জে ইউএনও কতৃক সমিতির সচিবকে নির্যাতন ও মার্কেট পরিচালনায় অসহযোগিতার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

0 মন্তব্য