মুসলিম বিশ্ব

কান্দাহারের স্পিন বোলদাকে পাকিস্তানি হামলা প্রতিহত করার দাবি তালেবানের

reporter-icon
মুক্তধ্বনি আন্তর্জাতিক ডেস্ক: অনলাইন
অক্টোবর ১৫, ২০২৫ | 0

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের হামলা প্রতিহত করার দাবি করেছে তালেবান সরকার। বুধবার সকালে ঘটে যাওয়া এই সংঘর্ষে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, পাকিস্তানি সেনারা বুধবার ভোরে স্পিন বোলদাক সীমান্ত এলাকায় হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। তিনি দাবি করেন, এ হামলায় ১২ জনেরও বেশি আফগান বেসামরিক নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

মুজাহিদ আরও বলেন, তালেবান যোদ্ধারা পাল্টা জবাব দেয় এবং পাকিস্তানি বাহিনীর “অনেক সদস্যকে হত্যা” করার পাশাপাশি কয়েকটি সামরিক চৌকি ও অবস্থান দখল করে নেয়। এছাড়া, তালেবান বাহিনী পাকিস্তানি সেনাদের কাছ থেকে অস্ত্র ও ট্যাংক দখল করে এবং তাদের কয়েকটি স্থাপনা ধ্বংস করে বলে দাবি করেন তিনি।

তালেবানের দাবি অনুযায়ী, বুধবার সকাল ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে, ইসলামাবাদ এখনো এ বিষয়ে কোনো মন্তব্য বা নিহত-ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চিত করেনি।

এর আগে স্থানীয় সূত্র জানিয়েছিল, স্পিন বোলদাক-চামান সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষের কারণে বহু পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়েছে এবং সীমান্ত বাণিজ্য কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। বাজার ও কাস্টমস অফিসেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সূত্র: দ্য কাবুল ট্রিবিউন

সর্বাধিক পঠিত
দুর্নীতি তালাশ নিউজ টিভির ঢাকা বিভাগীয় ব্যুরো চীফ হলেন সাংবাদিক মোঃ মনিরুজ্জামান।

দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকালে সদর উপজেলার স্থানীয় বেতগঞ্জ বাজাএই সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট দীপংঙ্কর বনিক সুজিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনাজ্জির হোসেন। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, এডভোকেট আব্দুল আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন অপু, ইমরান হোসেন শ্যামল, বিপ্লব খান, মো:শামিম আহমদ, সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আতাউর চৌধুরী শাহীন প্রমুখ।  এ ছাড়া ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম, লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতহাব চৌধুরী হাসান, শাখাওয়াত হোসেন পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক  ইমন আহমেদ, ফয়সাল আহমেদ, মিছবাহ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল কাইয়ুম সৌরভ,  বিএনপি নেতা নুরুল ইসলাম, ময়না মিয়া,স্বেচ্ছাসেবক দল নেতা রুজেল আহমেদ, আবুল হাসনাত, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান প্রমুখ। এ সময় সদর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন,বিএনপি ও সহযোগি সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপিিতড় হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না বলেও তারা দাবি জানান। দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মুল্যায়ন করা হবে। তারা বলেন,সুনামগঞ্জে জাতীয়তাবাদি শক্তির প্রাণপূরুষ এবং বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুম,হুলিয়া মাথায় নিয়ে এই সংগঠনের নেতৃবৃন্দরা কেবল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তূমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং আগামী নির্বাচনে এই আসনে জনপ্রিয় ধানের শীষের প্রার্থী একমাত্র নুরুল ইসলাম নুরুলকে বিএনপির প্রার্থী করতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবী জানান।

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা কোনোও সুযোগ নেই-সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম উপদেষ্টা

সুনামগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ ফ  ম খালিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কোন সুযোগ নেই। অবাধ,সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকল বাহিনী ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে।  আজ শুক্রবার দুপুরে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার লাউরেরঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর মন্দির কমপ্লেক্স ভবণ নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন,  ইতিমধ্যে সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে।  সেই সাথে ইতিমধ্যে পুলিশের ট্রেনিং,  সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে।  আমাদের প্রত্যাশা নির্ধারিত তারিখে এই সরকার সুষ্ঠু,  নিরপেক্ষ ও উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন সম্পূর্ণ করতে পারবে সেই প্রস্তুুতি সরকারের আছে। এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পুরোনো ঠিকানায় চলে যাবো। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ডাঃ মোহাম্মদ ইলিয়াছ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন,  তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক ,শ্রী শ্রী অদ্বৈত ধাম পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অদ্বৈত রায় ও সুরঞ্জিত চৌধুরী টপ্পা প্রমুখ।

স্বামীর লোভের কারনে আত্মহত্যার পথ বেচে নিল চট্টগ্রামের মেয়ে আবিদা তাসমিন

স্বামীর অতিরিক্ত লোভের কারনে আত্মহত্যার পথ বেচে নিল চট্টগ্রামের মেয়ে আবিদা তাসমিন ঘটনাটি ঘটে জিইসির মোর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাশে ইসমাইল টাওয়ারের (২য়) তলায় তথ্য সুত্রে জানাযায়  গত ১৬/০৯/২০১৯ সালে সাইফুদ্দিন মাহমুদ মারুফ (৩৮) এর সাথে আবিদা তাসমিন (৩২) এর সঙ্গে  বিয়ে হয়। বিয়ের পরবর্তী কিছু বছর তাদের দাম্পত্য জীবন স্বভাবিক ছিল। কিন্তু ইসমাইল টাওয়ারের ফ্ল্যাট টি ছিল আবিদা তাসমিন (৩২) এর নামে। উক্ত ফ্ল্যাটটি তাহার স্বামির নামে লিখে দেওয়ার জন্য তাসমিনকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে। কিন্তু তাসমিন  উক্ত ফ্লাটটি স্বামীর নামে লিখে না দেওয়ায় গত ২ বছর যাবৎ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি ও পারিবারিক কলহে লিপ্ত হইয়া তাসমিনকে মারধর ও মানসিক অত্যাচার করতে লাগলো। তার স্বমীর এসব কর্মকান্ডে তাসমিন মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত এবং নিরাপত্তাহীনতায় দিনযাপন করিছিল। এই বিষয়ে বিভিন্ন সময় তাসমিনকে হুমকি ও দিত। ০২/১০/২০২৫ ইং তারিখআনুমানিক  ০৭:০০ ঘটিকার সময় আবিদা তাসমিন (৩২) তাহার স্বামী সাইফুদ্দিন মাহমুদ মারুফ এর সঙ্গে প্রতিবেশীর ফ্ল্যাটে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। কিছুক্ষণ পর অর্থাৎ ০২/১০/২০২৫ ইং তারিখ অনুমানিক  সন্ধ্যা ০৭:৩০ হতে অনুমান ০৭:৪০ মিনিটের মধ্যে হঠাৎ  বিল্ডিং এর নীচ থেকে লোকজনের চিৎকারের আওয়াজ শুনতে পাই। শোরগোলের আওয়াজ শুনে প্রতিবেশীরা বিল্ডিং এর নীচে গিয়ে দেখতে পাই আবিদা তাসমিন (৩২) রক্তাক্ত অবস্থায় বিল্ডিং এর মূল গেইটের সামনে রাস্তায় পরে আছে। তথ্য সুত্রে জনা যায় তাসমিন ৯ তলা ভবনের ছাদের উপর থেকে আত্মহত্যার জন্য লাফ দিয়ে নীচে পড়ে যায়। তৎক্ষণাৎ তাহার স্বামী সাইফুদ্দিন মাহমুদ মারুফ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাসমিনকে প্রথমে চট্টগ্রাম চকবাজার থানাধীন মেট্রোপলিটন হাসপাতাল ও পরবর্তীতে পার্কভিও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পার্কভিও হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাসনিমের অবস্থা আশংকা জনক দেখে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ০২/১০/২০২৫ ইং তারিখ আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আবিদা তাসমিন (৩২) কে পরীক্ষা নিরীক্ষা করে ০২/১০/২০২৫ ইং তারিখ ১০ ঘটিকার সময় মৃত ঘোষনা করেন। ডাক্তার আবিদা তাসমিন (৩২) এর মৃত্যুর কারণ Brought in Dead/Fall from height বলে উল্লেখ করেন। উক্ত ঘটনা নিয়েঐ এলাকায়  চরম উত্তেজনা বিরাজ করলে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্দেশে চকবাজার থানার একটি চৌকশ টিমের সহায়তায় ঘাতক স্বামী মারুফকে গ্রেফতার করতে সক্ষম হয়।  তাই এলাকার জনগণের একটাই দাবি আর কত মেয়ে স্বামীর লোভের কারণে তার পথ বেছে নেবে তাই দ্রুত এই লোভী নরঘাতক পাষন্ড স্বামীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করার প্রশাসনের কাছে  করার জন্য অনুরোধ জানান।  

মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া

“মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”–এ প্রথম রানার্সআপ আদ্রিজা আফরিন সিনথিয়া দেশের আয়োজিত বর্ণাঢ্য প্রতিযোগিতা “মিস এন্ড মিসেস এলিগেন্স বাংলাদেশ সিজন ওয়ান”-এ প্রথম রানার্সআপের মুকুট জয় করলেন তরুণ ফ্যাশন মডেল আদ্রিজা আফরিন সিনথিয়া। ফ্যাশন জগতে ইতিমধ্যেই তিনি নিজেকে প্রমাণ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে। শুধু মডেলিং নয়, সিনথিয়া অভিনয়ের ক্ষেত্রেও নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বুকে লালন করছেন। ইতোমধ্যে তিনি সরকারি অনুদানপ্রাপ্ত সাদেক সিদ্দিকীর পরিচালনায় “দেনা পাওনা” সিনেমায় অভিনয় করছেন। রানার্সআপের মুকুট মাথায় পরার পর আবেগে আপ্লুত সিনথিয়া জানান—ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস আমাকে মুকুট পড়িয়ে দিয়েছেন এই আনন্দ আমি বুঝাতে পারবো না। “এই সাফল্য আমার জন্য অনেক বড় অর্জন। তবে আমি শুধু এখানেই থেমে থাকতে চাই না। আমি চাই নিজেকে মিডিয়া অঙ্গনে আরও দূর, বহুদূর এগিয়ে নিয়ে যেতে। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।” আজকের এই অর্জন আমি আবার মা বাবা পরিবার এবং আমাকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে উৎসর্গ করতে চাই। বহু বাধা ও প্রতিকূলতা পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছেন সিনথিয়া। তাঁর অদম্য চেষ্টা, আত্মবিশ্বাস আর স্বপ্নই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ফ্যাশন থেকে চলচ্চিত্র—সব জায়গাতেই আলো ছড়ানোর ইচ্ছে তার। বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সিনথিয়া এখন এক অনুপ্রেরণার নাম। তাঁর কথায়— “এই মুকুট আমার স্বপ্নযাত্রার প্রথম ধাপ মাত্র। সামনে আরও অনেক পথ, আরও অনেক লড়াই।”

মুসলিম বিশ্ব

আরও পড়ুন
আফগানিস্তানের সঙ্গে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা পাকিস্তানের

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় (FO) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, “আজ বিকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তান সরকার এবং আফগান তালেবান প্রশাসনের মধ্যে পারস্পরিক সম্মতিতে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে, যা তালেবান পক্ষের অনুরোধে গৃহীত হয়েছে। এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে জটিল কিন্তু সমাধানযোগ্য এই সমস্যার ইতিবাচক সমাধান খুঁজে বের করার আন্তরিক চেষ্টা করবে।” এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ জানায়, পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ ও রাজধানী কাবুলে “নির্ভুল হামলা (precision strikes)” চালিয়েছে। পিটিভির প্রকাশিত এক ভিডিওতে দাবি করা হয় — “আফগান তালেবান আগ্রাসনের জবাবে পাকিস্তান সেনাবাহিনী প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে। কান্দাহারে পরিচালিত নির্ভুল হামলায় আফগান তালেবানের চতুর্থ ব্যাটালিয়ন ও ষষ্ঠ বর্ডার ব্রিগেড সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। এতে বহু আফগান ও বিদেশি যোদ্ধা নিহত হয়েছে।” সেই বিবৃতিতে আরও বলা হয়, “পাকিস্তান সেনাবাহিনীর কাছে যে কোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী ও পূর্ণাঙ্গ জবাব দেওয়ার সক্ষমতা রয়েছে।” পরে নিরাপত্তা সূত্রের বরাতে পিটিভি জানায়, পাকিস্তান কাবুলেও আঘাত হেনেছে। “কাবুলে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর কেন্দ্র ও নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয়েছে,” প্রতিবেদনে উল্লেখ করা হয়। ‘ফিতনা আল-হিন্দুস্তান’ শব্দটি পাকিস্তান কর্তৃপক্ষের দেওয়া নাম, যা তারা বেলুচিস্তানের সশস্ত্র সংগঠনগুলো বোঝাতে ব্যবহার করে। পিটিভির পোস্টে আরও বলা হয়, পাকিস্তানি বাহিনী কান্দাহারে তালেবান ব্যাটালিয়ন সদরদপ্তর নং ৪, ৮ ও সীমান্ত ব্রিগেড নং ৫ ধ্বংস করেছে। সব লক্ষ্যবস্তু “নাগরিক এলাকা থেকে বিচ্ছিন্ন করে যথাযথভাবে ধ্বংস করা হয়েছে” বলেও উল্লেখ করা হয়। এর আগে পাকিস্তানের সেনা মুখপাত্র আইএসপিআর জানায়, বুধবার ভোরে বেলুচিস্তান সীমান্তে তালেবানদের চার দিক থেকে হামলা পাকিস্তানি বাহিনী প্রতিহত করেছে। আইএসপিআর-এর তথ্যমতে, “আফগান তালেবান কাপুরুষোচিতভাবে স্পিন বোল্ডাক এলাকায় চারটি স্থানে হামলা চালায়, যা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে।” গত এক সপ্তাহের মধ্যে এটি ছিল তৃতীয় বড় সংঘর্ষ, এর আগে কুররমে মঙ্গলবার রাতে ও শনিবার রাতে শুরু হওয়া সংঘর্ষ রবিবার সকাল পর্যন্ত চলে। আইএসপিআর জানিয়েছে, এসব ঘটনায় ২৩ জন পাকিস্তানি সেনা নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, “২০০ জনেরও বেশি তালেবান ও তাদের সহযোগী যোদ্ধা নিহত হয়েছে, আহতের সংখ্যা আরও বেশি।” অন্যদিকে, আফগানিস্তান দাবি করেছে, এই হামলা তারা “প্রতিশোধমূলক” পদক্ষেপ হিসেবে চালিয়েছে, কারণ গত সপ্তাহে ইসলামাবাদ তাদের ভূখণ্ডে বিমান হামলা চালায়। যদিও পাকিস্তান সেই হামলার দায় স্বীকার করেনি, তবে বলেছে যে দেশটির “আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।” সাম্প্রতিক সহিংসতা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছে। ইসলামাবাদ বারবার কাবুলকে আহ্বান জানিয়েছে যেন তারা পাকিস্তানবিরোধী জঙ্গিগোষ্ঠীগুলোর কার্যক্রম আফগান ভূমি থেকে বন্ধ করে। কিন্তু কাবুল সব অভিযোগ অস্বীকার করে বলছে, “আফগান মাটি কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হয় না।” পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সোমবার জিও নিউজের এক সাক্ষাৎকারে বলেন, “বর্তমানে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে কোনো সম্পর্কই নেই। এখন পরিস্থিতি স্থবির অবস্থায় আছে—সক্রিয় সংঘর্ষ না থাকলেও পরিবেশটি শত্রুতাপূর্ণ।” তিনি আরও যোগ করেন, “যেকোনো সময় আবারও সংঘর্ষ শুরু হতে পারে।” এই সংঘর্ষ এবং পরবর্তী যুদ্ধবিরতি দুই দেশের সীমান্ত অঞ্চলে উত্তেজনা প্রশমিত করবে কি না, তা এখন সময়ই বলে দেবে। সূত্র: ডন ডটকম

অক্টোবর ১৫, ২০২৫ 0

সীমান্ত উত্তেজনার পর পাকিস্তানে আফগান শরণার্থীদের ওপর নিপীড়ন ও গ্রেফতার বৃদ্ধি

পাকিস্তান জানালো সীমান্ত সংঘর্ষে ২০ জন তালেবান যোদ্ধা নিহত, উত্তেজনা বেড়েছে আফগান সীমান্তে

কান্দাহারের স্পিন বোলদাকে পাকিস্তানি হামলা প্রতিহত করার দাবি তালেবানের

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে ২৫ জন নিহত, আহত ৮০ জনেরও বেশি

দ্য কাবুল ট্রিবিউন (KT) জানিয়েছে, আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক-চামান সীমান্ত এলাকায় তালেবান বাহিনী ও পাকিস্তানি সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য সূত্র জানায়, নিহত ও আহত সকলেই আফগান বেসামরিক নাগরিক। বুধবার ভোররাত প্রায় ৪টার দিকে সংঘর্ষ শুরু হয় এবং কিছু সময় পর তা থেমে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ভারী ও হালকা অস্ত্রের গোলাগুলির কারণে সীমান্তবর্তী এলাকার অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। সংঘর্ষ চলাকালে সীমান্ত এলাকার বাণিজ্যিক বাজার ও কাস্টমস অফিস বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, স্পিন বোলদাক সীমান্তের মাজেল গুলি নামের একটি গেট বিস্ফোরণে ধ্বংস হয়েছে। বাসিন্দারা জানান, সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহতদের উদ্ধারকাজে জরুরি কর্মীদের বেগ পেতে হয়। এদিকে, তালেবান প্রশাসন জানায়, তারা সীমান্তে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। কিছু সূত্রের দাবি, তালেবান বাহিনী পাকিস্তানের চামান সীমান্তে বিস্ফোরক হামলা চালিয়েছে। স্পিন বোলদাকের তালেবান পুলিশ কমিশনার হাফিজ সাঈদ দাবি করেন, পাকিস্তানি বাহিনীও মানবিক ও উপকরণগত ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি জানান, যদিও বর্তমানে সংঘর্ষ থেমে আছে, তবুও সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। সূত্র: দ্য কাবুল ট্রিবিউন

অক্টোবর ১৫, ২০২৫ 0

ট্রাম্প ও আঞ্চলিক নেতারা শার্মুশ শেইখে গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর; বন্দি-হোস্টেজ বিনিময় বাস্তবায়িত

গাজা সিটিতে হামাস বাহিনী ও সশস্ত্র দঘমুশ গোত্রের সদস্যদের মধ্যে সংঘর্ষ, নিহত অন্তত ২৭ জন

কাতার ও সৌদি মধ্যস্থতায় আফগানিস্তান–পাকিস্তান সংঘর্ষ স্থগিত

আফগান প্রতিরোধে ধ্বংস ২০টি পাকিস্তানি নিরাপত্তা পোস্ট, ৯ আফগান সেনা শাহাদত বরণ

আফগানিস্তানের ইসলামিক আমিরাতের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, শনিবার রাতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে চালানো পাল্টা অভিযানে অন্তত ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। মুজাহিদ বলেন, “কাল্পনিক ডিউরান্ড লাইনের ওপারে পরিচালিত এই প্রতিশোধমূলক অভিযানে বেশ কিছু অস্ত্রও অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।” তিনি আরও জানান, এই অভিযানে ৯ জন আফগান সেনা শাহাদত বরণ করেছেন এবং ১৬ জন আহত হয়েছেন, পাশাপাশি ২০টি পাকিস্তানি নিরাপত্তা পোস্ট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। মধ্যরাতে অভিযান স্থগিত: মুজাহিদ জানান, কাতার ও সৌদি আরবের অনুরোধে শনিবার মধ্যরাতে অভিযান স্থগিত করা হয়। আইএসআইএস-খোরাসান নিয়ে অভিযোগ: মুজাহিদ দাবি করেন, আইএসআইএস-কে আফগানিস্তানে পরাজিত করার পর সংগঠনটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে ঘাঁটি গেড়েছে। তার ভাষায়, “খাইবার পাখতুনখাওয়ায় আইএসআইএস-খোরাসানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। করাচি ও ইসলামাবাদ বিমানবন্দর হয়ে সেখানে সদস্যদের আনা হচ্ছে। আমাদের তথ্যে জানা গেছে, ইরান ও মস্কোর সাম্প্রতিক হামলাগুলোর পরিকল্পনাও সেখান থেকেই করা হয়েছিল।” তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে আফগানিস্তনে সংঘটিত আইএসআইএস-খোরাসানের হামলাগুলো এই ঘাঁটিগুলো থেকেই পরিকল্পিত হয়েছে। তাই পাকিস্তান সরকার যেন এই গোষ্ঠীর মূল সদস্যদের ইসলামিক আমিরাতের কাছে হস্তান্তর করে। পাকিস্তানের প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান: মুজাহিদ জানান, পাকিস্তান আফগানিস্তানে একটি প্রতিনিধি দল পাঠাতে চেয়েছিল, তবে বৃহস্পতিবার রাতে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইসলামিক আমিরাত সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সার্বভৌমত্ব লঙ্ঘনের হুঁশিয়ারি: আফগান বাহিনী শনিবার রাতে ডিউরান্ড লাইনের বিভিন্ন আফগান প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযান চালায়। মুজাহিদ সতর্ক করে বলেন, “আফগানিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা অবশ্যই জবাব দেওয়া হবে।”

অক্টোবর ১২, ২০২৫ 0

হামাস জানাল ‘গ্যারান্টি’—গাজার যুদ্ধ শেষ; ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতি অনুমোদন

কাবুলে বিস্ফোরণ: পাকিস্তানি তালেবান প্রধান নূর ওয়ালী মেহসুদের গাড়ি লক্ষ্যবস্তু ছিল বলে দাবি, তদন্ত চলছে

নোয়াখালীতে জামায়াতের মহিলা বিভাগের উঠান বৈঠকে বাধা, নগ্ন করে ভিডিও প্রকাশ ও সন্তানসহ জবাই করার হুমকি : সেচ্চাসেবক দলের নেতার বিরুদ্ধে থানায় জিডি

0 মন্তব্য