চীনের সিকিউরিটিজ নিয়ন্ত্রক সংস্থা শেয়ারবাজারে ভুয়া তথ্য পর্যবেক্ষণ আরও জোরদার করবে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর সহায়তায় এসব গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। সরকারি গণমাধ্যম শনিবার এই তথ্য জানিয়েছে।
"প্রথমেই আঘাত, জোরালো আঘাত, ও সরাসরি মূল সমস্যা সমাধান" – চীনের সিকিউরিটিজ টাইমস জানায়, ভুয়া তথ্য ছড়িয়ে বিনিয়োগকারীদের প্রতারণার বিষয়ে কঠোর নীতি গ্রহণ করা হবে।
শাংহাই সিকিউরিটিজ নিউজ-এর পৃথক এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন নতুন উপায়ে ভুল তথ্য তৈরি ও ছড়ানোর হাতিয়ার হয়ে উঠেছে, যা বিনিয়োগকারীদের দ্রুত লাভের প্রলোভনে ফেলে প্রতারণার ঝুঁকি সৃষ্টি করছে।
সম্প্রতি চীনা এআই কোম্পানি DeepSeek-এর উত্থান বিনিয়োগকারীদের এআই ব্যবহারে আরও আগ্রহী করে তুলেছে। অনেক খুচরা বিনিয়োগকারী ও ফান্ড ম্যানেজার কোম্পানি মূল্যায়ন ও বিনিয়োগের জন্য এআই প্রযুক্তি গ্রহণ করছে। তবে, এতে করে ভুয়া তথ্যের শিকার হওয়ার ঝুঁকিও বাড়ছে।
সিকিউরিটিজ টাইমস আরও জানায়, চীন সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (CSRC) গুজব মোকাবিলায় আরও সক্রিয় হবে এবং দ্রুত বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে ব্যাখ্যা প্রদান করবে। এছাড়া বিনিয়োগকারীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভুয়া তথ্য চিহ্নিত করার দক্ষতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে।
এই প্রতিবেদনটি এমন সময়ে প্রকাশিত হয়েছে, যখন ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হচ্ছে। চীনে এই দিনটি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তা সুরক্ষার প্রচারের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন