ঢাকা, রবিবার, ফেব্রুয়ারী ২, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ইলন মাস্ক না মিস্টার বিস্ট—কে হচ্ছেন টিকটকের নতুন মালিক?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৫, ১২:২৫ এএম

ইলন মাস্ক না মিস্টার বিস্ট—কে হচ্ছেন টিকটকের নতুন মালিক?

বিশ্বজুড়ে আলোচিত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক নিষেধাজ্ঞার মুখে পড়ার পর একাধিক ধনকুবের এবং বিনিয়োগকারী প্রতিষ্ঠান এটি কেনার আগ্রহ প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও উদ্যোক্তা মিস্টার বিস্ট (Jimmy Donaldson)। তার সঙ্গে আরও একদল বিনিয়োগকারী রয়েছেন, যারা টিকটক কিনতে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেছেন।

১৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম X (সাবেক টুইটার)-এ একটি পোস্টে মিস্টার বিস্ট জানান, টিকটক যাতে নিষিদ্ধ না হয়, তা নিশ্চিত করতে তিনি প্ল্যাটফর্মটি কেনার উদ্যোগ নিতে চান। প্রথমে এটি মজার কোনো মন্তব্য বলে মনে হলেও, পরবর্তীতে তার আইনজীবী নিশ্চিত করেন— মিস্টার বিস্ট ও তার বিনিয়োগকারী দল সত্যিই টিকটক কেনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন।

বিশ্বব্যাপী ১৭ কোটিরও বেশি মার্কিন ব্যবহারকারী টিকটকের ওপর নির্ভরশীল। বিশেষ করে, যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হলে এর ব্যবহারকারীরা বিকল্প খুঁজতে বাধ্য হবে। মিস্টার বিস্টের উদ্যোগ তাদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

টিকটক কেনার দৌড়ে মিস্টার বিস্ট একা নন। বিশ্বের শীর্ষ ধনকুবেরদের মধ্যেও এটি অধিগ্রহণের আগ্রহ দেখা যাচ্ছে।
ইলন মাস্ক (Tesla ও X-এর মালিক)
কেভিন ও’লিয়ারি (Shark Tank-এর বিনিয়োগকারী ও উদ্যোক্তা)

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বেইজিং গোপন বৈঠকের মাধ্যমে ইলন মাস্কের কাছে টিকটক বিক্রির সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তবে এই চুক্তি সফল হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

টিকটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল এর অ্যালগরিদম। এটি ব্যবহারকারীদের আগ্রহ বুঝে ভিডিও সাজেস্ট করার মাধ্যমে প্ল্যাটফর্মটিকে জনপ্রিয় করে তুলেছে। তবে এই অ্যালগরিদমের অধিকার কোন কোম্পানির হাতে যাবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

মিস্টার বিস্ট ও অন্যান্য বিনিয়োগকারীরা টিকটক কেনার উদ্যোগ নিলেও, এটি কতটা সফল হবে বা চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স (ByteDance) এটি বিক্রি করতে রাজি হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এই প্রতিযোগিতার ফলে বিশ্বজুড়ে টিকটকের ভবিষ্যৎ নতুন এক মোড় নিতে পারে।

📌 আপনার মতামত কী? টিকটক কি সত্যিই নতুন মালিকের হাতে যেতে পারে? কমেন্টে জানান!

HTML tutorial