ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে উত্তেজনা: ভারতের হিন্দু ঐক্যমঞ্চের বাংলাদেশে প্রবেশের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২৪, ০১:১০ পিএম

সিলেট সীমান্তে উত্তেজনা: ভারতের হিন্দু ঐক্যমঞ্চের বাংলাদেশে প্রবেশের চেষ্টা

সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে বিক্ষোভ করেছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মী। কথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও করিমগঞ্জ পুলিশের ব্যারিকেডে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।

রবিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, সুতারকান্দি সীমান্তের অদূরে বিএসএফ সদস্যরা সড়কে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে রেখেছেন। ওই ব্যারিকেডের পাশে বিক্ষোভকারীরা বাংলাদেশে প্রবেশের জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিএসএফ সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেন।

বিক্ষোভকারীদের একাংশ বলেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদ জানাতেই তারা এই কর্মসূচি নিয়েছেন। এক হিন্দু নেতা ভিডিওতে বলেন, "জীবন গেলে যাবে, তবুও আমরা বাংলাদেশে যাব।"

এ ঘটনার পর সিলেটের সীমান্ত এলাকাগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, বিক্ষোভকারীরা বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল। তবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সীমান্তে উত্তেজনার প্রভাব সিলেট শহরেও ছড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্ত থেকে শহরে আসা সড়কগুলোতে তল্লাশি চৌকি বসিয়েছে এবং বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি ও সন্দেহভাজনদের ধরতে অভিযান চালাচ্ছে।

সীমান্তের ওপারে ভারতে কয়েকদিন ধরে উত্তেজনা চলছে বলে সিলেট থেকে খবর পাওয়া গেছে। বরাক ভ্যালি অঞ্চলে হিন্দু ঐক্যমঞ্চের নেতারা সংখ্যালঘু ইস্যুতে ক্ষোভ প্রকাশ করছেন। এ ঘটনার প্রভাব যেন বাংলাদেশে না পড়ে, সেজন্য সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা হতে পারে বলে সূত্র জানিয়েছে। তবে সীমান্তের উভয় পাশে জনমনে উত্তেজনা বিরাজ করছে।

HTML tutorial