আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের -এর আওতায় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৪ এর সিআইসি অফিস দরবার হলে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১২টায় রোহিঙ্গা শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য ও বিভিন্ন পোশাক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচিতে মোট ২৩৯ জন শিশুর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ, ৭৪ জন কণ্যা শিশুর মাঝে স্যানিটারি ন্যাপকিন, ১৪৫ জন শিশুর মাঝে শার্ট-প্যান্ট, ৪১ জন শিশুর মাঝে থ্রি-পিস, ৯৪ জন শিশুর মাঝে ওড়না, ৫৩ জন শিশুর মাঝে ফ্রগ ও পায়জামা এবং ২৩৯ জন শিশুর মাঝে জুতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সুরাইয়া আক্তার সুইটি, ডেপুটি সেক্রেটারি ও ক্যাম্প ইনচার্জ, ক্যাম্প-৪। এ সময় সাইট ম্যানেজমেন্ট সাপোর্ট -এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সুশীলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম, ফিল্ড ফ্যাসিলিটেটর আঁখি পারভিন, সোবহান আলী এবং জাহিদুল হক।
নতুন পোশাক ও পুষ্টিকর খাবার পেয়ে শিশুদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়। তারা সুশীলন ও এইচসিআই-এর প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও সহমর্মিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে
দুর্নীতি তালাশ নিউজ টিভির নতুন ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) হলেন মোঃ মনিরুজ্জামান। নিজস্ব প্রতিবেদকঃ দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবারে ব্যুরো চিপ (ঢাকা বিভাগ) পদে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ সংবাদকর্মী মোঃ মনিরুজ্জামান। তার দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা ও নিষ্ঠা প্রতিষ্ঠানকে আরও গতিশীল ও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা জানান, দুর্নীতি দমন ও সামাজিক অন্যায়-অবিচার তুলে ধরতে মোঃ মনিরুজ্জামান সাহেবের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার আন্তরিক প্রচেষ্টা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দুর্নীতি তালাশ নিউজ টিভির কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেবে। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেনঃ ১️⃣ মোঃ শাহ নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ২️⃣ মোঃ শহিদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক, দুর্নীতি তালাশ নিউজ টিভি ৩️⃣ মোঃ মাহমুদুল হাসান, বার্তা সম্পাদক, দুর্নীতি তালাশ নিউজ টিভি তারা এক যৌথ বিবৃতিতে বলেন— “আমরা মোঃ মনিরুজ্জামান সাহেবের সার্বিক মঙ্গল কামনা করছি। তার প্রচেষ্টা ও নেতৃত্বে দুর্নীতি তালাশ নিউজ টিভি পরিবার অচিরেই আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।”
বাংলাদেশের বৃহৎ এনজিও সংস্থা "আশা"এর উদ্যোগে হয়ে গেল ফ্রি মেডিকেল ক্যাম্পেইন যেখানে ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় এলাকার বিভিন্ন পেশাজীবী এবং কর্মজীবী মানুষের মধ্যে। ২৪ অক্টোবর ২০২৫ তারিখে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সোনামুই গ্রামে সকাল থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করা হয় আশায় এনজিও হেমনগর শাখার উদ্যোগে এটি বাস্তবায়িত করা হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী এবং মেডিকেল অফিসারসহ অন্যান্য সেবিকারা। আশা এনজিও কর্তৃক ক্যাম্পেইনে বিশেষ ভূমিকা পালন করেছেন "আশা" হেমনগর ব্রাঞ্চের পক্ষথেকে আশা এনজিওর এই ক্যাম্পেইনে গ্রামের সকল পেশাজীবীর মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পেইনটিতে অংশগ্রহণ করেন এবং তারই মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা সঠিক ভাবে নিরূপণ করতে সহযোগিতা করেন। আশা এনজিওর মাধ্যমে ক্যাম্পেইন করে মানুষের জন্য সময় উপযোগী এবং প্রয়োজনীয় একটি বিষয় হয়ে দাঁড়াবে যেটি গ্রামের মানুষের মধ্যে সচেতনতা এবং স্বাস্থ্য সঠিকভাবে পর্যালোচনা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত প্রাণবন্ত ভাবে উৎফুল্ল প্রকাশ করেছে। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সাংবাদিকবৃন্দ এবং সাধারণ মানুষ। এবং তাদের ক্যাম্পেইন ডাক্তার সঠিকভাবে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। আশা এনজিও আগামী দিনগুলোর জন্য এইরকম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ধাপ হিসাবে গণ্য হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লা পাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদর উপজেলার স্থানীয় বেতগঞ্জ বাজাএই সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট দীপংঙ্কর বনিক সুজিতের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মনাজ্জির হোসেন। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, এডভোকেট আব্দুল আহাদ জুয়েল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুজাব্বির হোসেন অপু, ইমরান হোসেন শ্যামল, বিপ্লব খান, মো:শামিম আহমদ, সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য আতাউর চৌধুরী শাহীন প্রমুখ। এ ছাড়া ও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার আলম, লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আতহাব চৌধুরী হাসান, শাখাওয়াত হোসেন পলাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ, ফয়সাল আহমেদ, মিছবাহ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল কাইয়ুম সৌরভ, বিএনপি নেতা নুরুল ইসলাম, ময়না মিয়া,স্বেচ্ছাসেবক দল নেতা রুজেল আহমেদ, আবুল হাসনাত, জেলা ছাত্রদল নেতা ইয়াহিয়া হাসান প্রমুখ। এ সময় সদর উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,বিএনপি ও সহযোগি সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপিিতড় হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা যাবে না বলেও তারা দাবি জানান। দুর্দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদেরকে কমিটিতে মুল্যায়ন করা হবে। তারা বলেন,সুনামগঞ্জে জাতীয়তাবাদি শক্তির প্রাণপূরুষ এবং বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে জেল জুলুম,হুলিয়া মাথায় নিয়ে এই সংগঠনের নেতৃবৃন্দরা কেবল জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তূমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম এবং আগামী নির্বাচনে এই আসনে জনপ্রিয় ধানের শীষের প্রার্থী একমাত্র নুরুল ইসলাম নুরুলকে বিএনপির প্রার্থী করতে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট তৃণমূলের নেতৃবৃন্দরা জোর দাবী জানান।
(২২ অক্টোবর) সকালে টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার সংলগ্ন গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। তিনি তার বিশেষ মনিটরিং টিম নিয়ে দোকানে থাকা দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, বেশ কিছু পরিমাণ পচে যাওয়া দই দোকানে সংরক্ষণ করা এবং মিষ্টান্ন তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল পাওয়ার দায়ে টাঙ্গাইলের গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে সতর্ক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে, আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবেন। অভিযানে পৌর স্যানেটারি ইন্সপেক্টর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ প্রসঙ্গে গৌর ঘোষ দধি ও মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী স্বপ্নন কুমার ঘোষ জানান, সাধারণত তিনি খুচরা ভাবে দধি বিক্রি করে থাকেন। ফলে তৈরিকৃত দধিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া সম্ভব হয় না। তবে এখন থেকে দেওয়া হবে। তিনি আরও জানান, উদ্ধারকৃত পচে যাওয়া দধিগুলো ফেলে দেওয়ার জন্য রাখা হয়েছিল। এছাড়া যে মিষ্টি তৈরীর বড় কড়াইয়ে টিকটিকির মল হাওয়া গেছে, সেটি বর্তমানে মিষ্টি তৈরীর কাজে ব্যাবহার করা হচ্ছে না। আমরা সবসময় চেষ্টাকরি গ্রাহককে সর্বোচ্চ মানের দধি ও মিষ্টান্ন সরবরাহ করার।
সাজিদ পিয়াল: গোপালপুর উপজেলা বিএনপি কার্যালয়ে ২৭/১০/২০২৬ইং তারিখে গোপালপুর উপজেলা ও পৌর মৎস্যজীবী দল এর উদ্যোগে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে লিফলেট বিতরণের প্রস্তুতি মিটিংয়ের আয়োজন করা হয়। উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম সভাপতি গোপালপুর উপজেলা মৎস্যজীবী দল সাধারণ সম্পাদক মোঃ নাজিম তালুকদার মোঃ দোলয়ার হোসেন সহ সভাপতি গোপালপুর উপজেলা মৎস্যজীবী দল যুগ্ম সম্পাদক রেজাউল করিম মোঃমারুফ হোসেন সাধারণ সম্পাদক পৌর মৎস্যজীবী দল আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ড মৎস্যজীবীদলের নেতৃবৃন্দ।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অলাপাড়া রেঞ্জ কর্মকর্তার আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে পরিবহনকৃত বিপুল পরিমাণ কাঠ (লাকড়ি) বোঝাই পাঁচটি ট্রাক আটক করেছে টাঙ্গাইল বন বিভাগ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে বিশেষ অভিযানে এসব ট্রাক আটক করা হয়। অলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি—বিনা অনুমতিতে বিপুল পরিমাণ লাকড়ি পরিবহন করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গাড়িগুলোর কোনো ট্রানজিট পারমিশন (টিপি) বা বৈধ নথি নেই। পরে পাঁচটি ট্রাকসহ সব লাকড়ি জব্দ করে সাগরদীঘি বিট কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।” তিনি আরও বলেন, “লাকড়ির মালিকেরা নাকি বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) স্যারের কাছে অনুমোদনপত্র নেওয়ার চেষ্টা করছেন। যদি বৈধ টিপি দেখাতে পারে, তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” টাঙ্গাইল বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. মনজুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “যেহেতু অভিযান পরিচালনা করেছেন সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তা, তিনিই আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন। তবে আটককৃত কোনো মালামালের জন্য পরবর্তীতে ট্রানজিট পারমিশন বা অনুমোদন দেওয়া হবে না। বন আইনে স্পষ্টভাবে বলা আছে—মালামাল লোড করার আগেই টিপি নিতে হবে।” স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাতের আঁধারে অবৈধ কাঠ পরিবহনের অভিযোগ ছিল। অভিযান চলমান থাকায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। বন বিভাগ বলছে, নিয়ম ভেঙে কাঠ পাচার বা পরিবহনের বিরুদ্ধে তাদের অপারেশন আরও জোরদার করা হবে।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাধীন ডুবাইল ইউনিয়নের ধানকী মহেড়া এলাকায় নদীর পাড় থেকে ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ২৬ নভেম্বর ২০২৫ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ঘটনাস্থলে একটি ভেকু পাওয়া যায়। তবে কোনো ব্যক্তি এর মালিকানা দাবি না করায় ভেকুটিকে সাময়িকভাবে কাজের অযোগ্য করে দেওয়া হয়। এতে ঐ এলাকায় অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়। পরবর্তীতে একই অভিযাত্রী দল এলাসিন ইউনিয়নের বারপাখিয়া এলাকাতেও অভিযান পরিচালনা করে। অবৈধ মাটি কাটাসহ পরিবেশ ও নদী তীর রক্ষায় এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অভিযান পরিচালনা করেন দেলদুয়ার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব জোহরা সুলতানা যূথী এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মোহাইমিনুল ইসলাম। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের কর্মচারী এবং দেলদুয়ার থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সাজিদ পিয়াল:গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার, টাঙ্গাইল স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর সার্বিক ব্যবস্থাপনায় “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল। প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জনগণের নিকটতম নিরাপত্তার প্রতিনিধিত্বকারী এই বাহিনীকে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা, সচেতনতা ও সেবার মান আরও উন্নত হবে।”অনুষ্ঠানে এনআইএলজি ও জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরাও এতে অংশ নেন।প্রশিক্ষণটি গ্রাম পুলিশের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, মাঠপর্যায়ের দায়িত্ব পালনে দক্ষতা উন্নয়ন এবং জনগণের নিরাপত্তা সেবায় আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই আয়োজন করা হয়েছে।গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, “গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ স্থানীয় পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। জনগণের নিকটতম নিরাপত্তার প্রতিনিধিত্বকারী এই বাহিনীকে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষতা, সচেতনতা ও সেবার মান আরো উন্নত হবে।”এ সময় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এবং জেলা প্রশাসন, টাঙ্গাইল-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।