বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও সাবেক মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের ওপর হামলাকারী স্বপন দাস (৩৫) আটক হওয়ার পর সাধারণ ক্ষমা পেয়ে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হলে ফয়জুল করিমের উদার সিদ্ধান্তে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় মুফতি ফয়জুল করিম মেয়র পদপ্রার্থী ছিলেন। ভোটের দিন হাতেম আলী কলেজ চৌমাথা এলাকার ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তার নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ উঠে। খবর পেয়ে তিনি সেখানে গেলে কেন্দ্র থেকে বের হওয়ার পর ৩০-৩৫ জনের একটি দল ‘নৌকার’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন ও রক্তাক্ত অবস্থায় পড়েন।
হামলার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা স্বপন দাস মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বান্দ রোডের ওয়াপদা কলোনির বাসায় ফিরলে স্থানীয় তৌহিদী জনতা তাকে আটক করে এবং পুলিশের কাছে সোপর্দ করে। বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘স্থানীয়রা স্বপনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তবে ফয়জুল করিম সাহেব মামলা না করায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’
মুফতি ফয়জুল করিম হামলাকারীকে ক্ষমা করে উদারতার পরিচয় দিয়েছেন, যা সমাজে বিরল দৃষ্টান্ত। স্বপন দাসের পরিবার তার এই মহানুভবতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, ‘যে ব্যক্তি হামলার শিকার হয়েও এমন উদারতা দেখান, তিনি সত্যিই অনুসরণীয়।’
এই ঘটনা শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মহানুভবতাই প্রকাশ করেনি, বরং ক্ষমা ও সম্প্রীতির সুন্দর উদাহরণ হিসেবে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।