ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৫, ০৮:১০ পিএম

সীমান্তে ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং স্থানীয় ভারতীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৫ জন বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। সীমান্তের ওপার থেকে ছোড়া হাতবোমার বিস্ফোরণ এবং টিয়ারশেল নিক্ষেপের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ভারতের কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ভেতরে প্রবেশ করে আমগাছ কেটে ফেলতে থাকে। বিষয়টি জানাজানি হলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে।

প্রতিরোধের মুখে বিএসএফ টিয়ারশেল ও হাতবোমা নিক্ষেপ করে। এতে ৫ বাংলাদেশি কৃষক আহত হন। তবে বিজিবি ও স্থানীয়দের দৃঢ় অবস্থানের কারণে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, ভারতের দিকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগেও নো-ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চৌকা সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছিল। সম্প্রতি এসব ঘটনায় সীমান্তে নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সীমান্তের বারবার সংঘর্ষ এবং হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত কূটনৈতিক সমাধানের দাবি জানাচ্ছেন।

HTML tutorial