ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যাকাণ্ড: সাদপন্থীদের অভিযুক্ত করলেন ঢাবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২৪, ০১:৪৬ পিএম

টঙ্গীর ইজতেমা ময়দানে হত্যাকাণ্ড: সাদপন্থীদের অভিযুক্ত করলেন ঢাবি শিক্ষার্থীরা

টঙ্গীর ইজতেমা ময়দানে সাম্প্রতিক হত্যাকাণ্ডের পেছনে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তারা দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে আওয়ামী সরকারের মদদপুষ্ট সাদপন্থীদের সম্পৃক্ততা রয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৮ সালেও সাদপন্থীরা একই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশের কারণে সেই ঘটনার কোনো বিচার হয়নি।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি করেন, হত্যাকাণ্ডের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ, যারা নিজেদের ‘সচেতন ছাত্র সমাজ’ বলে পরিচয় দেয়, তাদের ভূমিকা রয়েছে।

৪ দফা দাবি ও আলটিমেটাম
শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের জন্য জড়িতদের ৭ দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। তারা আরও চারটি দাবি তুলে ধরেন:
১. ইজতেমা ময়দানে নিরাপত্তা জোরদার করা।
২. হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা।
৩. সকল ধরণের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা।
৪. সাদপন্থীদের সঙ্গে আওয়ামী সরকারের যোগসাজশের তদন্ত।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম রাকিব, ইংরেজি বিভাগের আসাদুজ্জামানসহ তাবলিগ জামাতের সাথী অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের অভিযোগ ও দাবিগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

HTML tutorial