টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সেফটি ট্যাংকের ভেতর থেকে আব্দুল আলীম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাতুটিয়া দক্ষিণ পাড়া এলাকার একটি বসতবাড়ির টয়লেটের সেফটি ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আলীম ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের বাসিন্দা এবং সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে। তিনি কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, স্থানীয়রা জামাল বাদশা নামের এক ব্যক্তির বাড়ির পেছনের টয়লেটের সেফটি ট্যাংকে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিল।
স্থানীয়দের ভাষ্যমতে, আব্দুল আলীম গত শনিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, "প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।"
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম জানান, "নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন