ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বম্ভরপুরে বিএনপি নেতার দুর্নীতির অভিযোগে মানববন্ধন | রাজু আহমদকে পদত্যাগের দাবি

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫, ০৪:৫৭ পিএম

বিশ্বম্ভরপুরে বিএনপি নেতার দুর্নীতির অভিযোগে মানববন্ধন | রাজু আহমদকে পদত্যাগের দাবি
HTML tutorial

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করায় উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকারসহ তার সমর্থকদের হুমকি ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের রহিমপুর কদমতলী পয়েন্টে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দক্ষিণ বাদাঘাট ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম মেম্বার। এতে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম খন্দকার, দূর্গাপুরের মো. তাহের আলী, বিএনপি সদস্য মো. গোলাপ মিয়া, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি রবিউল আউয়াল, যুবদল সদস্য আবুল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, গত ২৩ জুন উপজেলা প্রশাসনের উদ্যোগে ধামালিয়া নদীর জলিলপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বেশ কয়েকটি বলগেট নৌকা আটক করে নদীর পাড়ে রাখা হয়। এরপর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ ওই সরকারি জব্দকৃত বালুগুলো অবৈধভাবে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এই দুর্নীতির প্রতিবাদ করায় কৃষক দল নেতা সিরাজুল ইসলাম খন্দকারসহ তার সমর্থকদের মিথ্যা মামলার ভয়, অপপ্রচার ও নানা হুমকির মুখে পড়তে হচ্ছে।

বক্তারা আরও বলেন, এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই অবিলম্বে রাজু আহমদকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজু আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, “উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমরা যেকোন অনিয়ম রোধে সহায়তা করি। এখানে ব্যক্তিগত দ্বন্দ্বকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে।” তিনি জানান, শিগগিরই বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। সিরাজুল ইসলাম ধনপুর ইউনিয়নের আহ্বায়ক পদপ্রার্থী হয়েছেন, তবে তার ব্যাপারে এখনো যাচাই-বাছাই চলছে। তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ এবং সত্য প্রকাশে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial