নোয়াখালীতে সীরাতুন নবী (সঃ) উদযাপন উপলক্ষে জেলার সাংস্কৃতিক সংগঠন "মোহনা সাংস্কৃতিক সংসদ" এর উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর আয়োজন করা হয়েছে।
শনিবার সকালে জেলা শহর মাইজদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মোহনা সাংস্কৃতিক সংসদের পরিচালক মোঃ মাহবুবুল হক আরিফ এর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মোঃ নূর হোসেন মানিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক ইসহাক খন্দকার (বি.এড)।
বিশেষ অতিথি ছিলেন মোহনা সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মোঃ ইউসুফ, এবং উপদেষ্টা মোঃ মায়াজ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সাংস্কৃতিক সংসদের পরিচালক মোঃ নাছির উদ্দিন।
প্রতিযোগিতায় কোরআন তেলাওয়াত, উপস্থিত বক্তৃতা , ইসলামি সঙ্গীত, কবিতা আবৃত্তি সহ মোট ৪টি বিষয়ে প্রতিযোগিরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের হাতে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।