ঢাকা, সোমবার, মার্চ ১০, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

৪ বছরের পরিশ্রমে স্বপ্নপূরণ, আকাশে উড়লো ইলেকট্রিক মিস্ত্রির তৈরি বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ মার্চ, ২০২৫, ০৯:৫৬ পিএম

৪ বছরের পরিশ্রমে স্বপ্নপূরণ, আকাশে উড়লো ইলেকট্রিক মিস্ত্রির তৈরি বিমান
HTML tutorial

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর চরে চার বছরের অক্লান্ত পরিশ্রমের পর নিজস্বভাবে তৈরি বিমান উড়িয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছেন ইলেকট্রিক মিস্ত্রি জুলহাস মোল্লা (২৮)। সোমবার প্রথমবারের মতো আকাশে ওড়ার পর মঙ্গলবার বেলা ১১টায় তার এই কৃতিত্ব প্রত্যক্ষ করতে শত শত মানুষ যমুনার চরে সমবেত হন।

জুলহাস মোল্লা দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার জলিল মোল্লার পঞ্চম সন্তান। যমুনা নদীর ভাঙনের ফলে তাদের পরিবার বর্তমানে শিবালয় উপজেলার ষাইটঘরের তেওতা এলাকায় বসবাস করছেন। ২০১৪ সালে জুলহাস জিয়নপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরবর্তীতে তিনি ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করেন।

ছোটবেলা থেকেই বিভিন্ন জিনিস তৈরি করার প্রতি ঝোঁক ছিল জুলহাসের। তার বাবা জলিল মোল্লা জানান, "ছোটকালেও প্লাস্টিক কেটে সে অনেক কিছু বানাইছে। এ বিমান বানানোর কাজ চার বছর ধরে করছে। গতকাল সোমবার ৫০ ফুট ওপরে তার বিমান উঠছে। সে সফল হয়েছে।"

জুলহাসের তৈরি বিমানটি গ্যাসোলিন ইঞ্জিনে চলে, যা পেট্রোল বা অকটেন দিয়ে পরিচালিত হয়। তার দাবি অনুযায়ী, ১ লিটার জ্বালানিতে বিমানটি ২৫-৩০ কিলোমিটার ওড়ানো সম্ভব। এতে ৭ হর্স পাওয়ারের পানি তোলার মোটরের মূল ইঞ্জিনের সঙ্গে এসএস, লোহা ও অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে।

জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা বিষয়টি নজরে এনে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিমানটি আকাশে ওড়ানোর সময় উপস্থিত ছিলেন। তিনি জুলহাসের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতে সরকারিভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জুলহাস মোল্লার এই সাফল্য মানিকগঞ্জের সৃজনশীল মেধার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে, সিংগাইর উপজেলার কালিয়াকৈর গ্রামের আব্দুস সাত্তার মেকার বাঁশ দিয়ে ৬৫ হাত লম্বা বাইচের নৌকা নির্মাণ করে আলোচনায় আসেন। তিন মাস ২৩ দিনের অক্লান্ত পরিশ্রমে তৈরি এই নৌকায় কোনো লোহা বা কাঠ ব্যবহার করা হয়নি; শুধুমাত্র বাঁশ ও ঘুড়ি উড়ানোর কট সুতা দিয়ে এটি নির্মিত হয়েছিল।

এ ধরনের উদ্ভাবনী প্রচেষ্টা মানিকগঞ্জের সৃজনশীল মেধার প্রতিফলন এবং স্থানীয় জনগণের মধ্যে উদ্ভাবনী চেতনার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

HTML tutorial