ঢাকা, শনিবার, এপ্রিল ১২, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ধ্বংসস্তূপের মাঝেই জেগে উঠলো হামাস, ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা!

নিজস্ব প্রতিবেদক

অনলাইন ডেক্স

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ১০:৫৩ এএম

ধ্বংসস্তূপের মাঝেই জেগে উঠলো হামাস, ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা!
HTML tutorial

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আবারও উত্তাল পরিস্থিতি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিবাদে, রোববার হামাস ছুড়েছে ১০টি ক্ষেপণাস্ত্র। এতে কেঁপে ওঠে আশকেলনসহ দক্ষিণাঞ্চলের একাধিক শহর।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) দাবি করেছে, তারা বেশিরভাগ মিসাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, একটি ক্ষেপণাস্ত্র আশকেলনে সরাসরি আঘাত হানে। এতে আহত হয় কয়েকজন এবং ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি ভবন।

হামলার পরপরই সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। জরুরি সেবাদানকারী বাহিনী তৎপর হয়ে পড়ে আহতদের চিকিৎসায়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা হুমকি দিয়ে বলেন, "গাজার দেইর আল-বালাহ অঞ্চলের পাঁচটি এলাকা খালি করা হোক।" বেসামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে আবারও প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।

এদিকে, ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 'ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস'। সোমবার ফিলিস্তিনসহ বিশ্বজুড়েই পালন করা হবে এই ধর্মঘট।

বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মানুষ ইতিমধ্যে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের পাশে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বেড়েই চলেছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial