ঢাকা, রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন, বিদ্রোহীদের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৪, ১০:২৩ এএম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন, বিদ্রোহীদের দাবি

সিরিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ থেকে পালিয়েছেন বলে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দাবি করেছে। আজ রবিবার বিদ্রোহীদের পক্ষ থেকে এক বিবৃতিতে সিরিয়াকে মুক্ত ঘোষণা করা হয়েছে।


বিবৃতিতে বলা হয়, "জালিম শাসক বাশার আল-আসাদ পালিয়ে গেছেন। আমরা দামেস্ককে বাশার আল-আসাদের হাত থেকে মুক্ত ঘোষণা করছি। এটি একটি অন্ধকার যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা।"

বিবিসি এবং রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল-আসাদ সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন। রয়টার্স জানায়, তিনি একটি ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তবে তিনি কোথায় গেছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এইচটিএস বলেছে, "সিরিয়ার জনগণের জন্য এটি একটি বিজয়ের দিন। দীর্ঘ অর্ধশতাব্দী ধরে চলা অত্যাচার, কারাবন্দি এবং বাস্তুচ্যুতির অবসান ঘটেছে। এখন সিরিয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।"

বিদ্রোহীরা আরও জানায়, তারা ইতিমধ্যেই দামেস্কের কুখ্যাত সেদনায়া কারাগারে প্রবেশ করেছে এবং বন্দীদের মুক্তি দিচ্ছে।

এইচটিএস বলেছে, "নতুন সিরিয়া হবে শান্তি ও ন্যায়ের প্রতীক। একটি মুক্ত রাষ্ট্র হিসেবে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে আমরা অঙ্গীকারবদ্ধ।"

সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় নতুন নেতৃত্বের প্রতি তাদের প্রতিক্রিয়া জানাবে বলে ধারণা করা হচ্ছে।

HTML tutorial