ঢাকা, বুধবার, জানুয়ারী ২২, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আইনজীবী ও জেলা বিএনপির উদ্যোগে মিলাদের আয়োজন।

সাইফুল ইসলাম  (নোয়াখালী জেলা )

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০১:২৭ পিএম

নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আইনজীবী ও জেলা বিএনপির উদ্যোগে মিলাদের আয়োজন।

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকায় কেন্দ্রীয় কর্মসূচির আলোকে শুক্রবার জুমার নামাজের পর মিলাদ ও দোয়ার আয়োজন করেন নোয়াখালী জেলা আইনজীবী ফোরাম ও জেলা বিএনপি। 

 

বাদ আসর নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগ আইনজীবী সমিতির মিলনায়তনে দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজাহান। 

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার  বিএসসি এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন।

এর আগে বাদ জুমা কোর্ট মসজিদে বিএনপির চেয়ারপার্সনে রোগ মুক্তি ও দেশের কল্যাণে মিলাদ ও দোয়া আয়োজন করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন 

কোর্ট মসজিদে খতিব মওলানা মাহবুবুল হক। 

মিলাদে উপস্থিত ছিলেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি বর্তমান আইনজীবী ফোরাম সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাড. মোঃ কামরুল ইসলাম। 

নোয়াখালী আইনজীবী ফোরাম সেক্রেটারি এ্যাড. খোরশেদ আলম। 

নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. আবদুর রহিম। 

সাংগঠনিক সম্পাদক আবদুন মন্নান ভূইয়া। 

সাবেক কার্যকরী সদস্য এ্যাড. আবদুল খালেক মিরন সহ জেলার বিভিন্ন উপজেলার বিএনপির ও অঙ্গ ও সহযোগি সংগঠনে নেতা কর্মীরা ও এ সময় উপস্থিত ছিলেন। 

HTML tutorial