ঢাকা, বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ দামেস্ক ছেড়েছেন, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে হোমস ও কারাগার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৩২ এএম

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ দামেস্ক ছেড়েছেন, বিদ্রোহীদের নিয়ন্ত্রণে হোমস ও কারাগার
HTML tutorial

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাঁর গন্তব্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে, যা সম্ভবত বাশার আল-আসাদকে বহন করেছে। উড়োজাহাজটি উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হয়।

বিদ্রোহীরা জানিয়েছেন, তাঁরা দামেস্ক শহরে প্রবেশ করেছেন এবং সেখানে কোনো সেনা মোতায়েন নেই। তাঁদের দাবি, রাজধানীর বিভিন্ন স্থানে তাঁরা সফলভাবে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে মুক্তির উদ্‌যাপন করছেন।

বিদ্রোহী কমান্ডার হাসান আবদুল ঘানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস এখন বিদ্রোহীদের পূর্ণ নিয়ন্ত্রণে। তিনি জানান, হোমসের পাশাপাশি সেদনায়া কারাগার থেকেও সাড়ে ৩ হাজারের বেশি বন্দীকে মুক্ত করা হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সেদনায়া কারাগার, যেখানে বাশার আল-আসাদের শাসনকালে হাজারো বন্দী আটক ছিলেন, তা সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে।

সিরিয়ার বর্তমান পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং দেশটি আরেকটি বড় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিদ্রোহীদের রাজধানী নিয়ন্ত্রণের দাবি এবং প্রেসিডেন্ট আসাদের অজানা গন্তব্যে যাত্রা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

মুসলিম বিশ্ব রিলেটেড নিউজ

HTML tutorial