ঢাকা, শনিবার, এপ্রিল ১২, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের পতন ও কোরআনের ভবিষ্যদ্বাণী: কী বলা হয়েছে সূরা বনী ইসরাইলে?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ১০:১৮ এএম

ইসরায়েলের পতন ও কোরআনের ভবিষ্যদ্বাণী: কী বলা হয়েছে সূরা বনী ইসরাইলে?
HTML tutorial

ইতিহাসের পাতায় বারবার বিতাড়িত, অপমানিত এবং ধ্বংস হয়েছে এক জাতি— বনী ইসরাইল। নবীদের হত্যা, ফিতনা ও ফাসাদের জন্য তাদের উপর এসেছে কঠিন শাস্তি। এই শাস্তির কথা শুধু ইতিহাসে নয়, পবিত্র কোরআনেও বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে।

সূরা বনী ইসরাইলের আয়াতসমূহে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, বনী ইসরাইল পৃথিবীতে দুইবার বড় ধরনের অনর্থ ও ফাসাদ সৃষ্টি করবে। প্রতিবারই আল্লাহ তাদের বিরুদ্ধে পাঠাবেন তাঁর কঠোর ও ক্ষমতাধর বান্দাদের, যারা তাদের চরম পরাজয়ের স্বাদ দেবে।

ইতিহাসবিদরা মনে করেন, এই প্রথম বিপর্যয়টি ঘটেছিল খ্রিস্টপূর্ব ৭২২ অব্দে, যখন নব্য অ্যাসিরিয়ান সাম্রাজ্যের রাজারা বনী ইসরাইলকে আক্রমণ করে জেরুজালেম দখল করেন। এটি ছিল হযরত দাঊদ (আঃ) এর প্রতিষ্ঠিত সাম্রাজ্যের পতনের সূচনা।

আধুনিক অনেক ইসলামি গবেষক ও মুফাসসিরদের মতে, দ্বিতীয় বিপর্যয় এখনো ঘটেনি। কোরআনের ইঙ্গিত অনুযায়ী, এই বিপর্যয় ঘটবে ইমাম মাহদী (আঃ) এর আগমন ও মুসলিমদের নেতৃত্বে জেরুজালেম বিজয়ের সময়। বর্তমান বিশ্বের রাজনৈতিক অস্থিরতা, মুসলিম নিপীড়ন ও ইসরায়েলের আগ্রাসন—সব মিলিয়ে অনেকে মনে করেন, আমরা সেই দ্বিতীয় ওয়াদার প্রাক্কালে অবস্থান করছি।

“...তোমরা পৃথিবীতে দু’বার বিশৃঙ্খলা সৃষ্টি করবে... অতঃপর আমি কঠোর বান্দাদেরকে তোমাদের বিরুদ্ধে প্রেরণ করলাম... তারা মসজিদে ঢুকে পড়ল... মুখমণ্ডল বিকৃত করল... যদি আবার করো, আমিও তাই করব...”
(সূরা বনী ইসরাইল: ৪-৮)

আজকের দিনে বনী ইসরাইল বা ইসরায়েল রাষ্ট্র রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী অবস্থানে রয়েছে। কিন্তু কোরআনের বার্তা অনুসারে, যদি তারা আবারও সীমালঙ্ঘন করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে পুনরায় আঘাত আসবে। এটি হতে পারে সেই দ্বিতীয় ওয়াদার বাস্তবায়ন।


পবিত্র কোরআন কেবল ধর্মীয় গ্রন্থ নয়, বরং মানবজাতির ইতিহাস, ভবিষ্যদ্বাণী এবং নৈতিক শিক্ষার এক অমূল্য ধন। বনী ইসরাইলের ঘটনাগুলো আমাদের শেখায়—অবাধ্যতা ও অন্যায়ের চূড়ান্ত পরিণতি কী হতে পারে।

🕋 আপনি কি বিশ্বাস করেন আমরা সেই শেষ যুগে প্রবেশ করেছি? মতামত জানান মন্তব্যে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial