ঢাকা, মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে পিতাকে হত্যা করে ৯৯৯-এ কল করে ঘাতক মেয়ে

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৮ মে, ২০২৫, ১১:৩৩ এএম

সাভারে পিতাকে হত্যা করে ৯৯৯-এ কল করে ঘাতক মেয়ে
HTML tutorial

ঢাকার সাভারের পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদেরের বাড়ির ৫ম তলায় পিতা হত্যার ঘটনা ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে।

বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন জানান, পাঁচ মাস আগে নিহত পিতা আব্দুর সাত্তার ও তার মেয়ে জান্নাত জাহান শিফা ওই ফ্ল্যাটে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে মেয়ে জান্নাত নিজেই জানান, “আমি আমার পিতাকে হত্যা করেছি, আমাকে ধরে নিয়ে যান।”

সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ বলেন, "ভোররাতে এক মেয়ে ৯৯৯-এ ফোন করে জানায়, সে তার বাবাকে কুপিয়ে হত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং মেয়েটিকে আটক করে।"

নাটোর জেলার সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর সাত্তার (৫৬) কে কুপিয়ে হত্যা করে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)।

পুলিশ ও আটক জান্নাতের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ২০২২ সালে জান্নাত তার পিতার বিরুদ্ধে সিংড়া থানায় ধর্ষণের মামলা করেন। মামলায় আব্দুর সাত্তার দীর্ঘদিন জেলখাটার পর জামিনে মুক্তি পেয়ে মেয়ের সঙ্গেই আবার বসবাস শুরু করেন সাভারে।

তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। জান্নাত জানান, বুধবার রাতে তিনি ভাতের সঙ্গে ঘুমের ২০টি ট্যাবলেট মিশিয়ে পিতাকে খাওয়ান। ভোরে পিতা ঘুমিয়ে পড়লে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন তিনি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, ৯৯৯-এর কল পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ঘাতক মেয়েকে আটক করে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial