নোয়াখালীতে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। উদ্বোধনী খেলায় বেগমগঞ্জ উপজেলা বালক দল ২গোলে জয়ী হয়।
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই স্লোগানে নোয়াখালীতে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক ১৭ অনূর্ধ্ব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ১৭ অনূর্ধ্ব ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে এই টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল।
বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন আরাফাত।
বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ সহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুলের শিক্ষক, খেলোয়াড় বৃন্দ সহ আরো অনেকই।
এই টুর্ণামেন্টে নোয়াখালীর ৯টি উপজেলা ও নোয়াখালী পৌরসভার বালক,বালিকা আলাদা ভাবে মোট ২০ টি দল অংশগ্রহণ করবে।
প্রথম ম্যাচেই বেগমগঞ্জ উপজেলা বালক দল ২-০ গোলে চাটখিল উপজেলার বালক দলকে হারিয়ে দেয়।