ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আরেকজন এসপি পদমর্যাদার কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫৯ পিএম

আরেকজন এসপি পদমর্যাদার কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে
জনস্বার্থের বরাত দিয়ে পুলিশ সুপার ব্যারিস্টার জিল্লুর রহমানকে পুলিশ সুপার পদমর্যাদায় জোরপূর্বক অবসরে পাঠিয়েছে সরকার। জিল্লুর রহমান পুলিশের বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের অতিরিক্ত কমান্ড্যান্ট ছিলেন। সব সাম্প্রতিক খবরের জন্য, ডেইলি স্টারের গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন। বুধবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তবে গতকাল পরিপত্রটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জিল্লুরের সাথে, গত এক মাসে এখনও পর্যন্ত সাত পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশ সুপার এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক কমান্ডিং অফিসার আলী হোসেন ফকিরকেও একই কারণে গত ১৬ নভেম্বর অবসরে পাঠানো হয়। এর আগে, মন্ত্রণালয় 18 অক্টোবর এবং 31 অক্টোবর দুই অতিরিক্ত উপ-মহাপরিদর্শক এবং তিনজন এসপিকে অবসরে পাঠিয়েছিল। গত ১৬ অক্টোবর একই মাঠে তথ্য ও সম্প্রচার সচিব মকবুল হোসেনকেও দরজা দেখায় সরকার। পূর্ববর্তী আদেশের মত, সর্বশেষ সার্কুলারেও বাংলাদেশ সার্ভিস রুলস, 2018 এর ধারা 45 বলা হয়েছে। ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে, সরকার কোনো সুনির্দিষ্ট কারণ দর্শানো ছাড়াই জনস্বার্থে ২৫ বছর চাকরি পূর্ণ করেছেন এমন কোনো কর্মচারীকে অবসরে পাঠাতে পারে।
alo