ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খালেদ হাসান নিখোঁজ রয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল থেকে তার কোনো সন্ধান মেলেনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাস্সুম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। রবিবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, “খালেদ হাসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি আন্দোলনে সক্রিয় থাকার কারণে বিভিন্ন সময় হুমকির সম্মুখীন হয়েছেন।”
নুসরাত তার পোস্টে সবাইকে খালেদের খোঁজে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন এবং তার সম্পর্কে কোনো তথ্য পেলে তা দ্রুত জানানোর অনুরোধ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ অঞ্চলের দায়িত্ব পালনকারী সমন্বয়ক আশিকুর রহমান সম্প্রতি মুঠোফোনে হত্যার হুমকি পেয়েছেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়।
আশিকুর রহমান (২৬), যিনি আনন্দ মোহন কলেজে স্নাতকোত্তরের শিক্ষার্থী, নগরের কলেজ রোড এলাকার একটি বাসায় বসবাস করেন। তার পরিবার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামে থাকে।
উল্লেখ্য, সম্প্রতি দুর্বৃত্তদের হাতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানসহ তিনজন নিহত হন।
নিখোঁজের ঘটনা এবং হুমকির বিষয়গুলো শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।