বিশ লাখ শিক্ষার্থী ২৮ নভেম্বর এসএসসি, সমমানের পরীক্ষার ফলাফল পাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৪ পিএম
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বলেছেন, আগামী সোমবার পাবলিক পরীক্ষার ফল পাওয়া যাবে
স্টাফ করেসপন্ডেন্টবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রায় দুই মিলিয়ন শিক্ষার্থী তাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষার ফলাফল ২৮ নভেম্বর পাবে।
আগামী সপ্তাহে পাবলিক পরীক্ষার ফল পাওয়া যাবে বলে সোমবার জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ নভেম্বর সকাল ১১টায় ফলাফল ঘোষণা করবেন। এরপর শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।
প্রাথমিকভাবে 15 সেপ্টেম্বর নির্ধারিত হওয়ার প্রায় সাত মাস পরে শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছিল।
মহামারীর কারণে তিন মাস বিলম্বিত, এসএসসি এবং সমমানের পরীক্ষা জুনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষার ঠিক আগে বিধ্বংসী বন্যা তাদের আরও পিছনে ঠেলে দেয়।
এই বছর, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 1.6 মিলিয়ন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যেখানে মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় 268,495 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 153,662 জন শিক্ষার্থী বৃত্তিমূলক পরীক্ষায় বসেছিল।
সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে 508,236 জন বিজ্ঞান বিভাগে, 790,091 জন মানবিক বিভাগে এবং 301,384 জন বিজনেস স্টাডিজে রয়েছে।
এ বছর বাংলাদেশের বাইরে আটটি কেন্দ্রে ৩৬৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
2021 সাল থেকে পরীক্ষার্থীর সংখ্যা 221,386 কমেছে। মহামারীর কারণে গত বছরের পরীক্ষা নভেম্বর থেকে আট মাস পিছিয়ে গিয়েছিল।
স্কুলে পড়ায় বাধার কারণে, পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস নির্ধারণ করা হয়েছিল। ধর্মীয় ও নৈতিক অধ্যয়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় ও বিজ্ঞানসহ বেশ কিছু বিষয়কে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হচ্ছে।