ঢাকা, সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দেশে পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধের ঘোষণা, কার্যকর হবে শুক্রবার থেকে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৫, ১১:৫২ পিএম

দেশে পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধের ঘোষণা, কার্যকর হবে শুক্রবার থেকে
HTML tutorial

ঢাকা, ১৩ মার্চ: দেশে পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) থেকে এসব ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "৫ আগস্টের পর যেসব পর্নোগ্রাফির ওয়েবসাইট খোলা হয়েছিল, সেগুলো আগামীকাল (শুক্রবার) থেকে বন্ধ করা হবে।"

তিনি আরও বলেন, "পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটি সম্পর্ক রয়েছে। তাই সমাজে অপরাধমূলক কার্যকলাপ কমাতে এই ওয়েবসাইটগুলো বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং আশা করছি, শুক্রবারের মধ্যেই সব ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে।"

প্রসঙ্গত, বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে আগেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিভিন্ন সময় নতুন নতুন ওয়েবসাইট চালু হওয়ায় এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব হয়নি। এবার সরকার আরও কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন

বাংলাদেশ রিলেটেড নিউজ

HTML tutorial