শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। সংঘর্ষে শতাধিক হাত বোমা বিস্ফোরিত হয়, ফলে সৃষ্টি হয় চরম আতঙ্ক।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের জেরেই এ সহিংসতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং একপর্যায়ে উভয় পক্ষ থেকে শতাধিক হাত বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ জানায়, সংঘর্ষের একটি ১৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং তারা দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।
মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন