ঢাকা, সোমবার, এপ্রিল ১৪, ২০২৫ খ্রিস্টাব্দ | ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৫, ০৮:২৬ পিএম

কালিহাতীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
HTML tutorial

টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার সহিদুর রহমান সিদ্দিকী, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ আলী, প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি মননশীলতা বৃদ্ধি ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্রীড়া চর্চার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখা সম্ভব।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial