ঢাকা, শনিবার, জুলাই ২৬, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে আকিজ ফিড-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুক্তধ্বনি নিউজ ডেস্ক

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৫, ০৭:৪৬ পিএম

গোপালপুরে পোল্ট্রি খামারিদের নিয়ে আকিজ ফিড-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
HTML tutorial

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পোল্ট্রি খামারিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বনামধন্য পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকিজ ফিডের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।


বিনিময় এন্টারপ্রাইজ এর আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে নগদা শিমলা ইউনিয়নের পাগলা বাজারে বিনিময় এন্টারপ্রাইজের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গোপালপুর ও আশপাশের এলাকার শতাধিক পোল্ট্রি খামারি অংশগ্রহণ করেন।

বিনিময় এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা মো. সোলায়মান খান এর সভাপতিত্বে সবাই বক্তব্য রাখেন ডিজিএম আকিজ এগ্রো ফিড ডা. মো. এনামুল হক, এজিএম টেকনিক্যাল (হেড) আকিজ ফিড, ডাঃ মো.সাকিব রেজুয়ান, এজিএম হেড মোঃ বাহারুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ কৃষিবিদ আরিফুল ইসলাম,টেকনিকেল অফিসার আকিজ এগ্রো ফিড ডাঃ মো. হাবিবুর রহমান, বিনিময় এন্টারপ্রাইজে প্রোভাইডার মো. সালাউদ্দিন খান সজীব, অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আকিজ ফিডের টেকনিক্যাল অফিসার, স্থানীয় পরিবেশক ও খামারি নেতৃবৃন্দ।

পোল্ট্রি খাতে টেকসই উৎপাদন এবং লাভজনক খামার পরিচালনার জন্য গুণগতমান সম্পন্ন ফিড ব্যবহারের বিকল্প নেই। আকিজ ফিড সবসময় খামারিদের পাশে থাকতে চায়।


সভায় ফিডের গুণগতমান, খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও বাজারজাতকরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। খামারিরাও তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং নানা প্রশ্ন করেন, যার উত্তর দেন আকিজ ফিডের কর্মকর্তারা।

শেষে আকিজ ফিড-এর পক্ষ থেকে উপস্থিত খামারিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial