ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
HTML tutorial

স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব

মুফতি আহমাদ আলী

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০২:২৫ এএম

স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব

#_একজন_স্ত্রীর_প্রতি_তার_স্বামীর_কর্তব্য_থাকে:-

১। স্ত্রীর ভরনপোষণ করা।

২। শারীরিক চাহিদা পূরন.

আচার-আচরণ রিলেটেড নিউজ

৩। স্ত্রীর কথায় মর্যাদা দেওয়া.        

৪। স্ত্রীর পিতা-মাতাকে মর্যাদা দেওয়া..

৫। স্ত্রীকে আঘাত বা মারধর না করা.

৬। ধর্মীয় বিধিবিধান পালনে উৎসাহ দেয়া.

৭। স্ত্রীর গোপন কীছু অন্যের কাছে প্রকাশ না       করা।                                            

৮। কৃতজ্ঞতা এবং প্রশংসা করা।      

৯। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া সময় দেয়া।

১০। স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা।

১১। স্ত্রীর সাথে খুনসুটি খেলা করা সুন্নত।

১২। সব সময় স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা।

১৩। সবসময় বাসা থেকে বেড় হওয়ার আগে স্ত্রীর কপালে চুমু দেওয়া,,আবার বাহির থেকে এসে স্ত্রীর কপালে চুমু দেওয়া।                

১৪। স্ত্রীর কোলে শুয়ে কোরআন তেলওয়াত করা                                          

১৫। স্ত্রীকে সালাম দেওয়া

১৬। স্ত্রী কোনো কারনে আপনার উপর রাগ করলে তার রাগ ভাঙানো.

১৭। স্ত্রীর সুন্দর নাম ধরে ডাকা.

১৮। স্ত্রী যদি কোনো ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া,, সাথে তাকে ভালোবাসার সাথে ভুলগুলো সংশোধন করে দেওয়া.

১৯। আপনি যে আপনার স্ত্রীকে ভালোবাসেন তা আপনার স্ত্রীর সামনে বিভিন্ন ভাবে উপস্থাপন করুন.                      

২০। স্ত্রী যদি খাবার এটো করে রাখে আপনার আপনার স্ত্রীর ওই এটো খাবার খাবেন,, এটা যেমন সুন্নত ঠিক তেমনি আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসার প্রকাশ ও।

 

alo