ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইমাম বুখারী ( রহঃ.) এর জীবনী ২য় পর্ব

মুফতি আহমাদ আলী

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২৮ পিএম

ইমাম বুখারী ( রহঃ.) এর জীবনী ২য় পর্ব
ইমাম বুখারী ( রহঃ.) এর স্মৃতিচিহ্ন, উজবেকিস্তান

ফিক্বহি মাসলাক:-

ইমাম বুখারীর মাযহাব সম্পর্কে আহলে ইলমগণের মাঝে মতানৈক্য রয়েছে। চার মাযহাবের অনেক অনুসারীগণ ইমাম বুখারীর মাযহাব সম্পর্কে বাদানুবাদ করেছেন। এ ব্যাপারে মোট চারটি মতামত পাওয়া যায়। যথা-

১. সর্বোত্তম মত হল ইমাম বুখারী নিজেই ফকিহ ও মুজাহিদে মুতলাক ছিলেন। চার মাযহাবের কোন ইমামের অনুসারী ছিলেন না। তার সম্পর্কে মোহাম্মদ ইবনে বাশশার বলেছেন-               سيد الفقهاء وافقه خلق الله في زماننا

নাঈম ইবনে হাম্মাদ এবং ইয়াকুব আদ দাওরাকি বলেছেন فقيه هذه الامة

এই মতটির প্রবক্তা হলেন নাফিজ উদ্দিন সুলাইমান ইবনে ইব্রাহিম আলাবি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া শাইখুল হাদিস জাকারিয়া এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রাহিমাহুমুল্লাহু। ইমাম বুখারীর লিখিত কিতাব গুলো বিশেষ করে সহীহ বুখারী এ মতটির দলিল।

২. ইমাম বুখারী অনেক মাসআলায় ইমাম আবু হানিফার অনুসরণ করার কারণে অনেকেই তাকে হানাফী মাযহাবের অনুসারী বলেছেন।

৩. আল্লামা তক্বিউদ্দীন সুবকী, নবাব সিদ্দিক হাসান খান তাকে শাফিই মাযহাবের অনুসারী বলেছেন।

৪. অনেকেই যেমন ইবনু আবি লাইলা এবং ইবনুল কাইয়ুম তাকে হাম্বলী মাযহাবের অনুসারী বলেছেন।

 


 

alo