ঢাকা, মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এসো জান্নাতে গাছ লাগাই

মাওলানা মোঃ ইমাম হোসেন

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৩, ১২:৫৪ এএম

এসো জান্নাতে গাছ  লাগাই

আমাদের চার পাশে কত ফলের গাছ। আম,জাম,কাঁঠাল, লিচু, পেয়ারা আরো কত ফলের গাছ। গাছ আমাদের অনেক উপকার করে।গাছের সাহায্যে আমরা বেঁচে থাকার মৌলিক উপাদান অক্সিজেন গ্রহণ করি।গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়।

ফল খেতে কত মজা।সবারই হয়তো ইচ্ছে করে,ইশ আমার যদি একটি ফলের বাগান থাকত।তাতে যত খুশি গাছ লাগাতাম। যত ইচ্ছা ফল খেতে পারতাম। কিন্তু ভাবতে যত সহজ, গাছ লাগানো কি ততো সহজ? যাও না একটা গাছ লাগাতে, দেখ কত কষ্ট।

গাছে পানি দাও, পরিচর্যা কর, ছাগল গরু থেকে হেফাজত কর, আরো কত কিছু? তার চেয়ে যদি আরো কিছু উপায় থাকত যে আমি মুখ দিয়ে বলব আর একের পর এক গাছ হতে থাকবে। গাছে গাছে বাগান ভরে যাবে,কিন্তু চাইলেই কি তা হওয়া সম্ভব?

পৃথিবীতে স্বপ্নেই শুধু এমন হওয়া সম্ভব, বাস্তবে নয়।আামাদের তো আর আলাদীনের দৈত্য নেই,যে বলব এই দৈত্য এখনি একটা বাগান করে দাও।বাগানে অনেক ফলের গাছ থাকবে, আর গাছে থোকা থোকা ফল থাকবে। কিন্তু জনো,আমার কাছে সহজে গাছ লাগানোর একটা উপায় আছে।যার মাধ্যমে তুমি খুব সহজে জান্নাতে গাছ লাগাতে পারবে।তোমাকে আমি কিছু বাক্য শিখিয়ে দেবো,তুমি বলা মাত্র জান্নাতে একটি গাছ হয়ে যাবে।

নবীজী বলেছেন, যে ব্যক্তি- سبحان الله العـظیم وبحمده (সুবহানাল্লাহিল আযীম ওয়াবি হামদিহী) পড়বে,তার জন্য জান্নাতে একটি গাছ হবে। (দ্র.জামে তিরমিযী,হাদীস ৩৪৬৪)

 তো তুমি ইচ্ছে হয় জান্নাতে গাছ লাগাতে পারবে। একবার সুবহানাল্লাহ বলবে,একটি গাছ হবে।দুইবার সুবহানাল্লাহ বলবে দুইটা গাছ হবে।এভাবে যত বার বলবে তত গাছ হবে জান্নাতে। হুমাইরা নামে একজন মেয়ে ছিল, সে তার দাদুর কাছ থেকে জান্নাতে গাছ লাগানোর হাদীস শুনছে।অমনি সে জান্নাতে গাছ লাগানো শুরু করে দিয়েছে।

সে জায়নামাজে বসে কী যেন পড়ছে।আব্বু বাসায় ফিরে দেখলেন, হুমাইরা জায়নামাযে বসে কি যেন করছে।জিজ্ঞেস করলেন আম্মু হুমাইরা,তুমি জায়নামাযে বসে কী করছ? হুমাইরা বলল,জান্নাতে গাছ লাগাচ্ছি। আজকে দাদুর কাছ থেকে হাদীস শুনেছি নবীজী বলেছেন.....

তাই আমি জান্নাতে গাছ লাগাচ্ছি। আমাদের প্রিয় নবীজী আরো বলেছেন,মেরাজের রাতে হযরত ইব্রাহিম আঃ এর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল।

তিনি আমাকে বলেছেন, হে মুহাম্মদ (সাঃ)আপনার উম্মতকে আমার সালাম বলবেন,এবং তাদেরকে জানাবেন,জান্নাতের মাটি খুবই উর্বর। তার পানি খুবই সুপেয় এবং তা গাছ পালা বিহীন খোলা প্রান্তর(সুতরাং আপনি তাদেরকে তাতে বেশি বেশি গাছ লাগাতে বলুন) তাতে গাছ লাগানোর চারা হল,সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবর। (দ্র.জামে তিরমিজি, হাদীস ৩৪৬২)

আমার ছোট্ট বন্ধুরা চল আমরাও হুমাইরার মত জান্নাতে গাছ লাগাই। মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জান্নাতে বেশি বেশি গাছ লাগানোর জন্য তৌফিক দান করুন।(আমীন)

HTML tutorial