ভারতের আগ্রাসন নিয়ে মুরব্বি খ্যাত মোশতাক ফয়েজী কুমিল্লার ঐতিহাসিক টাউন হল আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হলো , যে আমরা ভারতের আগ্রাসন মানি না ঠিক ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিএসএফ এর সামনে বুক পাথে দিতে হয় ঠিক বাংলার জনতা বুক পাথে দিতে রাজি আছে ।
সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ভারত আমাদের উজানের দেশ সবসময় একটা কথা বলা হয় ইচ্ছে করলেই প্রতিবেশী বদলানো যায় না এটা আমরাও জানি ঠিক তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা ছাত্র জনতা জানাইও সত্য ঠিক আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে এই কুমিল্লা শহরের রাজধানীতে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল আমার মাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল, কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল ।
ঠিক গুহত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপর আঘাত হলে সমস্ত মুসলমানের উপরে আঘাত করা হয় বাংলাদেশ এই সূত্রে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হলো সে বাংলাদেশী আফসোসের সাথে আমরা লক্ষ্য করি যখন সেই হিন্দু আনা মতবাদ নিয়ে আসে যখন যখন সেই আওয়ামী বেতা রূপ ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোঁয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না।
বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক সে যখন ছাত্রের গায়ে বুলেট ছুড়ে দেয় সে তখন এর উপর সংখ্যালঘু থাকে না সে হয়ে যায় খতম সে হয়ে যায় ঠিক বাংলাদেশে হিন্দুর জায়গা আছে কোন কার্যকারীর জায়গা নাই । ভারতের আগ্রাসন আমাদেরকে মনে করিয়ে দিতে হবে এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না ঠিক ভারতের মোদি বাবু যদি মনে করেন যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা লোক পাবেন ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে ঠিক এমন করে মাথা উঁচু করে দাঁড়াতে হয় ঠিক সুতরাং মনে রাখবেন এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয় ঠিক বিশ্ব আজকে দেখেছে এক নতুন বাংলাদেশ ঠিক সুতরাং নতুন বাংলাদেশের জনতা পরাভ বা মানে না তারা জীবন দিতে জানে।
সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে কবি ফারুক যেমন করে ”আমাদেরকে জাগিয়েছিলেন কত যে আধার পর্দা পারে ভোর হলো জানিনা তার নারঙ্গী বলে করছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জুয়ার হেরেছে ফেলা তবু তুমি জাগলে না তবু তুমি জাগলে না। ঢাকার যারা সমন্যয়ক তাদেরকে আশ্বস্ত করে দিতে চাই বর্ডার বেল্টের একটা শহর কুমিল্লা আজকে কুমিল্লা সেই বর্ডার বেল্টের মানুষগুলো জানিয়ে দিয়েছে আমরা আর খুমিয়া খুমিয়া নয় জাগে থেকে অতন্ত্র প্রহরীর মত বাংলাদেশকে পাহারা দিতে চাই ঠিক আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে সম্ভব পানে নিয়ে যেতে চাই