ঢাকা, রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাহারুল আলম নতুন আইজিপি, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী

মোঃ আরিফুল ইসলাম

মোঃ আরিফুল ইসলাম

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪, ০৩:৪৩ পিএম

বাহারুল আলম নতুন আইজিপি, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী
HTML tutorial

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি মোঃ মইনুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে, যেখানে নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলী দায়িত্ব গ্রহণ করেছেন।

বাহারুল আলমের কর্মজীবন
বাহারুল আলম ২০২০ সালে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। কর্মজীবনে তিনি জাতিসংঘ সদর দপ্তরে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে (২০০৯-২০১৩) এবং আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো এবং সিয়েরা লিওনেও আন্তর্জাতিক মিশনে দায়িত্ব পালন করেন।

নতুন নেতৃত্বে পরিবর্তনের কারণ
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বেশিরভাগকেই অপসারণ করা হয়। এ সময়কার আইজিপি আবদুল্লাহ আল মামুন বর্তমানে কারাবন্দি। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার অধিকাংশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। হাসিনা সরকারের পতনের পরপরই মোঃ মইনুল ইসলামকে আইজিপি এবং মইনুল হোসেনকে ডিএমপি কমিশনার করা হয়।

নতুন আইজিপি বাহারুল আলমের নিয়োগ এবং শেখ সাজ্জাদ আলীর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে পুলিশ বাহিনীর শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো।

মু্ক্তধ্বনি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

Google News Icon গুগল নিউজে দেখুন
HTML tutorial